1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঘোষিত কাবুল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২২ মার্চ ২০২১

আফগানিস্তানে অঘোষিত সফরে মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। তিনি বৈঠক করলেন আফগান প্রেসিডেন্টের সঙ্গে।

https://p.dw.com/p/3qwRl
আফগানিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। ছবি: Presidential Palace/AP/picture alliance

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তালেবানের মধ্যে চুক্তি অনুযায়ী, এপ্রিলের মধ্যেই সব সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যাবে অ্যামেরিকা। বাইডেন সম্প্রতি জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এই সিদ্ধান্ত নেয়া কঠিন। এই পরিস্থিতিতে আগে থেকে ঘোষণা না করেই রোববার আফগানিস্তান সফর করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।

আফগানিস্তানের তরফে জানানো হয়েছে,  সহিংসতা বেড়ে যাওয়ায় দুই পক্ষই উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় দুই পক্ষই ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধানের উপর জোর দিয়েছে।

লয়েড অস্টিন বলেছেন, ''আফগানিস্তানে হিংসার মাত্রা খুবই বেশি। আমরা চাই, সহিংসতা কমে যাক। যদি না কমে, তা হলে কূটনৈতিক স্তরে তা কমাবার চেষ্টা করতে হবে।'' এই সপ্তাহেই অস্টিন এশিয়া সফর শুরু করবেন। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতে যাবেন।

ট্রাম্প-তালেবান চুক্তি অনুসারে এপ্রিলের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেয়ার কথা অ্যামেরিকার। তালেবান ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেনা না সরলে অ্যামেরিকাকে তার ফলভোগ করতে হবে। তালেবান নেতা সুহেইল সারিন বলেছেন, ''আমরা চুক্তিভঙ্গ করছি না। ওরা করলে তার প্রতিক্রিয়া হতে বাধ্য।''

সেনা প্রত্যাহার নিয়ে অস্টিন কোনো কথা বলেননি। সাংবাদিক সম্মলনে বারবার জিজ্ঞাসা করা হলেও তিনি জানান, ''এটা আমার বস ঠিক করবেন। প্রেসিডেন্ট বাইডেন জানিয়ে দেবেন, তিনি কীভাবে বিষয়টি নিয়ে এগোতে চান।''

জিএইচ/এসজি(এএফপি, এপি, ডিপিএ)