অন্ধদের জন্য পর্ন বই
১৮ এপ্রিল ২০১০বইটিতে রয়েছে স্পর্শগ্রাহ্য ছবি, আর তা তৈরি করা হয়েছে শুধুমাত্র অন্ধদের জন্য৷
ক্যানাডার শিল্পী লিসা জানান, আমার মাথায় যখন এই বিষয়টি আসে তখন ঘুরেফিরে দেখেছি কিন্তু কোথাও অন্ধদের জন্য নগ্ন বই পাইনি৷
তিনি বলেন, আমরা এমন একটা সমাজে বাস করি, যেটা অনেক বেশি যৌনতামুখী৷ বিশ্বাস না হয় বিজ্ঞাপনগুলো দেখুন৷
মরফি তাঁর বইটির নাম রেখেছেন ট্যাকটাইল মাইন্ড বা স্পর্শগ্রাহ্য মন৷ এবং ব্রেইল যে বস্তুটি দিয়ে তৈরি করা হয় মানে থার্মোফর্ম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এখানেও৷ বইটিতে যোগ করা হয়েছে নগ্ন যুবক-যুবতীদের ছবি, আর সেগুলো এমনভাবে আছে যাতে অন্ধরা ব্রেইল পদ্ধতিতে ছবিগুলো অনুভব করতে পারেন৷
এই বইটি প্রকাশিত হয়েছে দু'বছর আগে৷ দাম ২২২ মার্কিন ডলার৷ কি একটু খটকা লাগছে? দুই বছর আগের বই নিয়ে এতদিন পর আলোচনা কেন?
আসলে, সেটার দায়ও ক্যানাডার একটি সংবাদপত্রের৷ গত রবিবার টরোন্টো ডেইলি এই বইয়ের কথা প্রকাশ করার পর, বিশ্বের নানা সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে তা৷ ব্রিটেনের টেলিগ্রাফ এই বিষয়ে শিরোনাম করেছে, অন্ধদের জন্য পর্নগ্রাফি ম্যাগাজিন প্রকাশ৷ অন্যদিকে, নিউ ইয়র্কের একাধিক দৈনিকের খবর, ছুঁয়ে দেখার উপযোগী পর্ন৷
মারফি জানান, গত দু'বছর যাবৎ বিভিন্ন মেলায় এই বইটি নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি৷ আর শুধু টাকা উপার্জন নয়, ভালেবেসেই দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বইটি তৈরি করেছেন তিনি৷
অবশ্য ক্যানাডা এবং মার্কিন সংবাদমাধ্যমের পরামর্শে বইটি পড়ে দেখেছেন বেশ কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী৷ আর তাদের মন্তব্য, এটি মজার, তবে উদ্দীপক নয়৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী