1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে হোলি আর্টিজান হামলার অভিযোগপত্র

২৩ জুলাই ২০১৮

দুই বছরের তদন্ত শেষে হোলি আর্টিজান হামলা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ৷ ২১ জনকে চিহ্নিত করা হলেও অভিযোগ আনা হয়েছে আট জনের বিরুদ্ধে৷ বাদ দেয়া হয়েছে হাসনাত করিমের নাম৷

https://p.dw.com/p/31v3h
Bangladesh Dhaka Holey Artisan Bakery
ছবি: bdnews24.com

হামলা মামলায় মোট ২১ জনের নাম থাকলেও বাকি ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

এছাড়া, জীবিত আট আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকি দুজন পলাতক৷ মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

মামলায় গ্রেপ্তার হলেও সম্পৃক্ততা না পাওয়ায় অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের নাম৷

কারাগারে থাকা ছয় আসামি হলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর৷

পলাতক দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন৷ তাদের বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মনিরুল ইসলাম৷

ঘটনাস্থল থেকে পাওয়া ৭৫টি আলামতও আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা৷ তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন৷

পরদিন ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের অবসান ঘটে৷

এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান