অভিনেতারা শিশুর মতো: দিয়া মির্জা
২৯ সেপ্টেম্বর ২০১১দিয়া মির্জার সাম্প্রতিক এক মন্তব্য বেশ হৈচৈ ফেলেছে৷ শুটিং এর সময় তারকাদের মতিগতি সম্পর্কে দিয়ার মন্তব্য, ‘‘অভিনেতারা হচ্ছে শিশুর মতো৷ তাদেরকে শিশুর মতোই দেখাশোনা করতে হয়৷ তাদের ছোট ছোট জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে৷ তাদের সঙ্গে এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে তাদের গুরুত্ব বজায় থাকে এবং একইসঙ্গে তারা স্বস্তি বোধ করে''৷
দিয়া বলেন, ‘‘আমরা চেষ্টা করি সব অভিনেতাদের এমন একটি পরিবেশ দিতে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং চেষ্টা করি তাদের জন্য ভালোবাসা এবং বিশ্বাসের একটি ক্ষেত্র তৈরি করতে''৷
‘‘লাভ ব্রেকআপস্ জিন্দাগি''৷ চলচ্চিত্র বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন দিয়া মির্জা৷ এই ছবিটি নির্মাণে তাঁর সঙ্গে রয়েছেন জায়েদ খান এবং সাহিল সিনহা৷ তাদের সংস্থা ‘বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট' এবং ‘সাহারা মোশন পিকচার্স' যৌথভাবে ছবিটি তৈরি করছে৷ আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে এটি৷
কে বেশি ভালো? নির্মাতা জায়েদ নাকি অভিনেতা জায়েদ? এমন এক প্রশ্নের উত্তরে দিয়া বলেন, ‘‘সম্পর্ক এবং সৌহার্দ্যই আমাদেরকে এগিয়ে নিচ্ছে৷ আমাদের মধ্যকার সম্পর্কের প্রতিফলন রূপালি পর্দায় দেখা যায়''৷
তিনি বলেন, ‘‘আমি কোনজনকেই (নির্মাতা বা অভিনেতা জায়েদ) বেছে নেবে না, কেননা সে প্রথমেই আমার বন্ধু''৷
উল্লেখ্য, দিয়া মির্জার বাবা ফ্রাঙ্ক হেনড্রিক একজন জার্মান এবং মা দীপা একজন বাঙালি৷ খুব ছোট বেলায় বাবাকে হারান দিয়া৷ পরবর্তীতে অবশ্য সৎ বাবা আহমেদ মির্জা'র উপাধি গ্রহণ করেন তিনি৷ বলিউডে দিয়ার যাত্রা শুরু ২০০১ সালে, ‘‘রেহনা হ্যায় তেরে দিল মে'' ছবির মাধ্যমে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন