লন্ডনের ইউনিভার্সিটির লাইসেন্স বাতিল
২ সেপ্টেম্বর ২০১২লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থী ভর্তির লাইসেন্স কেন বাতিল করা হলো? জানতে চাইলে সাংবাদিক সাজেদুর রহমান জানান, বেশ কিছু কারণে একটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হতে পারে৷ একটি হতে পারে বিশ্ববিদ্যালয়ের মান ভালো না, কিংবা তাদের বিদেশ থেকে শিক্ষার্থী আনার প্রক্রিয়ায় সমস্যা আছে৷ তবে এখন যেটা বলা হচ্ছে সেটা হল, বর্তমান টোরি সরকারের যে ইমিগ্রেশন নীতি আছে তাতে লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির কর্মকাণ্ড বাধা সৃষ্টি করছে৷ কারণ ব্রিটেনের বর্তমান সরকার চাচ্ছে অভিবাসীদের সংখ্যা কমাতে৷
সাজেদুর রহমান জানান, বর্তমানে ২৬০০ বিদেশি ছাত্রছাত্রী রয়েছে যার মধ্যে একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসা৷ তাদের অনেকেই আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট করছেন৷ পিএইচডিও করছেন অনেকে৷ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাতিল হওয়ায় এখন তাদের আগামী দুই মাসের মধ্যে অন্য কোথাও ভর্তি হতে হবে, নয়তো ব্রিটেন ছাড়তে হবে৷ এই অবস্থাতে তাদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে এবং তাদের ব্যক্তিগত ও শিক্ষা জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷
লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির পক্ষ থেকে অবশ্য তেমন কিছু করা হচ্ছে না৷ কেবল সেখানকার ভাইস চ্যান্সেলর একটি বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বলে জানান লন্ডনের সাংবাদিক সাজেদুর রহমান৷
সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন