অর্থ সহায়তা নিতে বাধ্য হওয়া প্রয়াত শিল্পীদের কথা
বাংলাদেশের একসময়কার জনপ্রিয় সংগীত শিল্পীদের অনেককেই জীবনের শেষ দিনগুলোতে সরকার কিংবা ভক্তদের সহায়তা নিতে হয়েছে৷ ছবিঘরে থাকছে তেমনই কয়েকজন প্রয়াত শিল্পীর কথা৷
আব্দুল জব্বার
‘সালাম সালাম হাজার সালাম’, ‘ও রে নীল দরিয়া’সহ অনেক কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার ২০১৭ সালের আগস্টে মারা যান৷ তাঁর দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল৷ চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন তিনি৷ তাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ লাখ টাকা দিয়েছিলেন৷
আজম খান
ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১১ সালে মারা যান পপগুরু আজম খান৷ তাঁর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সহশিল্পীসহ অনেকেই আর্থিক সহায়তা দিয়েছিলেন৷
সুবীর নন্দী
গত মে মাসে মারা যান একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী৷ দীর্ঘদিন তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন৷ ১৪ এপ্রিল মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন৷ এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ এরপর এই সংগীতশিল্পীকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁর চিকিৎসার সব দায়িত্বও নিয়েছিলেন তিনি৷ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুবীর নন্দী৷
আহমেদ ইমতিয়াজ বুলবুল
সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল হৃদরোগে ভুগে গত জানুয়ারিতে মারা যান৷ গত বছর হার্টে আটটি ব্লক ধরা পড়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন৷ এরপর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি৷ তবে ২২ জানুয়ারি সকালে হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে পৌঁছার আগেই মারা যান বুলবুল৷
আমজাদ হোসেন
চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন ২০১৮ সালের ডিসেম্বরে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা করাতে ভারতে গিয়েছিলেন তিনি৷ তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এছাড়া অভিনেত্রী রানী সরকারকে তিনি দিয়েছিলেন প্রায় সাড়ে পঁচিশ লাখ টাকা৷
দিতি ও অন্যান্য
ক্যানসারের সঙ্গে লড়ে ২০১৬ সালে মারা যান অভিনেত্রী পারভিন সুলতানা দিতি৷ তাঁর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা দিয়েছিলেন৷ এছাড়া লাকী আখন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ লাখ টাকা দিয়েছিলেন৷ বাউল শিল্পী আবদুর রহমান বয়াতিকে বিনা খরচে চিকিৎসাসেবা দিয়েছিল জাপান-বাংলাদেশ হাসপাতাল৷ ব্রেস্ট ক্যানসারে মারা যাওয়া সংগীতশিল্পী শাম্মী আক্তারকে পাঁচ লাখ টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷