‘অশালীন ইঙ্গিতপূর্ণ’ বিজ্ঞাপন সরিয়ে নিলো বার্লিন
১৬ অক্টোবর ২০২০বিতর্কিত বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এক বৃদ্ধা মাস্ক পরে আছেন এবং যারা মাস্ক পরছে না তাদের ইঙ্গিতপূর্ণভাবে ‘মধ্যম অঙ্গুলি' প্রদর্শন করছেন৷
ভিজিট বার্লিন এবং বার্লিন সেনেট যৌথভাবে মঙ্গলবার এই বিজ্ঞাপন প্রকাশ করে, যার শিরোনাম ‘আমরা করোনার নিয়ম-কানুন মেনে চলি'৷ জার্মানিতে করোনার প্রকোপ আরো বেড়েছে, তাই সংক্রমণ রোধে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷
বিশেষ করে বয়স্কদের যে করোনার বিরুদ্ধে আরো সচেতন হতে হবে সেই বার্তাই তুলে ধরা হয়েছিল বিজ্ঞাপনটিতে৷
বিজ্ঞাপনটি প্রকাশের সাথে সাথে অনলাইনে নিন্দার ঝড় ওঠে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা করে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়ার দাবি তোলা হয়৷ অনেকেই বিজ্ঞাপনটিকে অপমানজনক ও অবমাননাকর হিসেবে উল্লেখ করেন৷
খোদ বার্লিনের মেয়র এটিকে বিব্রতকর বলে উল্লেখ করেছেন৷ সিপিডি'র এই রাজনীতিবিদ গণমাধ্যমকে বলেছেন, বার্লিনের সেনেটের এ ধরনের বিজ্ঞাপনের অনুমতি দেয়া উচিত হয়নি৷
জরুরি অবস্থা বুঝাতে আরো অন্যভাবে এটিকে উপস্থাপন করা যেতো বলে মনে করেন তিনি৷
বার্লিনের সেনেট সদস্য মার্সেল লুথে বিজ্ঞাপনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ তিনি বলেন, শিশু এবং স্বাস্থ্যজনিত জটিলতা রয়েছে এ ধরনের যারা মাস্ক পরতে পারেন না, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে এই বিজ্ঞাপনে৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)