বিশেষ সম্মাননা
৬ জানুয়ারি ২০১৩২৩ নম্বর ছবি ‘স্কাইফল' এবার কি করে সেটা দেখার বিষয়৷ আগামী মাসের ২৪ তারিখে অস্কার পুরস্কারের ঘোষণা আসবে৷ তবে তার আগে এই বৃহস্পতিবারে ঘোষিত হবে মনোনয়ন তালিকা৷ তাতে স্কাইফলের নাম থাকার সম্ভাবনা রয়েছে৷ তার একটা আভাস পাওয়া গেছে গত সপ্তাহে, যখন ‘প্রোডিউসার্স গ্লিড অফ অ্যামেরিকা' বা পিজিএ তাদের সেরা ছবির তালিকায় স্কাইফলের নাম অন্তর্ভুক্ত করে৷ ‘সেরা ছবি' ক্যাটাগরিতে গত ২৩টি অস্কারের ১৬টিই পেয়েছে পিজিএ ঘোষিত সেরা ছবিটি৷ তাই এবার যখন প্রথমবারের মতো কোনো বন্ড মুভি ‘স্কাইফল' পিজিএ'র তালিকায় নাম লেখালো, তখন ছবিটি যে অস্কারও জিততে পারে সে আশা করতে পারেন বন্ডপ্রেমীরা৷ এদিকে, বিশ্লেষকদের ধারণা, সেরা ছবির পুরস্কার না জিতলেও সংগীত ক্যাটাগরিতে ব্রিটিশ শিল্পী আডেল'এর স্কাইফল গানটি অস্কার পেতে পারে৷
তবে যে কোনোভাবেই হোক এবার অস্কারে বন্ডের উপস্থিতি থাকছে এটা নিশ্চিত৷ কেননা অস্কার আয়োজকরা জানিয়েছেন, বন্ড সিরিজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার অস্কারে ০০৭'কে বিশেষ সম্মাননা দেয়া হবে৷
অস্কার পাক আর না পাক, বক্স অফিস ঠিকই মাতিয়ে চলেছে স্কাইফল৷ গতমাসে প্রথম ছবি হিসেবে ব্রিটিশ বক্স অফিসে ১০০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ছুঁয়েছে ছবিটি৷ আর সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷
জেডএইচ / এআই (এএফপি, রয়টার্স)