অস্ট্রেলিয়ায় প্রবল ঝড়-বৃষ্টি-বন্যায় মৃত ১৭
গত কয়েকদিন ধরে প্রবল ঝড়-বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়া। এখনো পর্যন্ত মৃত ১৭।
ব্রিসবেনের ছবি
ব্রিসবেনের শহরতলির ছবি। প্রবল ঝড়-বৃষ্টির পর নদীর জল ঢুকে পড়েছে শহরে। বন্যায় ভেসে গেছে শহর। চারদিক জলের তলায়। যতদূর চোখ যায়, শুধু জল।
শোচনীয় পরিস্থিতি
ঝড় ও বন্যার পর দক্ষিণপূর্ব কুইন্সল্যান্ডের একটি শহরে বাসিন্দাদের অবস্থা। গাড়ি ঠিক করার চেষ্টা করছেন এক যুবক। তার বাড়ির একটা অংশ ভেঙে পড়েছে। এক দশকের মধ্যে এত খারাপ পরিস্থিতি হয়নি।
বাড়ির অবস্থা
দক্ষিণপূর্ব কুইন্সল্যান্ডের একটি শহরের অবস্থা। বন্যার জল ঢুকে গিয়েছিল বাড়িতে। তারপর সেই কাদা-মাটি সরাচ্ছেন বাসিন্দারা।
আবর্জনা সরানোর কাজ
ঝড়-বৃষ্টি-বন্যার পরের অবস্থা। আবর্জনা সরানো বড় সমস্যা। নিউ সাউথ ওয়েলসের ছবি।
উদ্ধারের কাজ
নিউ সাউথ ওয়েলসে একজন বয়স্ক মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে।
পরিস্থিতি খারাপ হতে পারে
কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলসে আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। নিউ সাউথ ওয়েলসের জলমগ্ন জায়গার ছবি।
শহর ছাড়ার নির্দেশ
অস্ট্রেলিয়ার উপকূলবর্তী বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এমনই একটি শহরের ছবি। রাস্তায় জমে থাকা জলের মধ্যে দিয়ে বাসিন্দারা শহর ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন।
ছোট নৌকায় করে
লিসমোর শহরের ছবি। ছোট ছোট নৌকা করে বাসিন্দারা যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে।
উত্তাল নদী
সিডনিতে উত্তাল নদী। পাড় ভেঙে জল ঢুকে পড়েছে শহরের মধ্যে।
উদ্ধারে বিঘ্ন
আবহাওয়া খারাপ। আরো ঝড়-বৃষ্টির আশঙ্কা। তার প্রভাব পড়ছে উদ্ধারকাজেও। উদ্ধারকারী দল অনেক জায়গাতেই পৌঁছতে পারছেন না।