1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজঅস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ‘বন্দুকযুদ্ধে' দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত

১৩ ডিসেম্বর ২০২২

নিখোঁজ এক ব্যক্তির বিষয়ে অনুসন্ধানে গিয়েছিলেন চার পুলিশ কর্মকর্তা৷ ঘটনাস্থলে যাওয়ার পরই তাদের ওপর শুরু হয় গুলিবর্ষণ৷

https://p.dw.com/p/4Kr3T
ঘটনাস্থলে কুইন্সল্যান্ডের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা
ঘটনাস্থলে কুইন্সল্যান্ডের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাছবি: Jason O'Brien/AAP/AP/picture alliance

কুইন্সল্যান্ড রাজ্যের ছোট্ট শহর উইয়ামবিলায় এক নিখোঁজ ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চালাতে গিয়েছিল চার পুলিশ কর্মকর্তার ছোট একটি দল৷ কিন্তু যাওয়া মাত্রই তাদের ঘিরে ফেলা হয়৷ শুরু হয় প্রচণ্ড গুলিবর্ষণ৷ মঙ্গলবার অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে কুইন্সল্যান্ডের খুব প্রত্যন্ত এলাকার এ ঘটনায় দুই পুলিশকর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন৷ বাকি দুই পুলিশকর্মকর্তাও গুরুতর আহত৷

কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভার্স ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘‘ওরা সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মুহূর্মুহু গুলি চলতে থাকে৷ তারা (আত্মরক্ষার) কোনো সুযোগই পায়নি৷ দুজন পুলিশ কর্মকর্তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে৷''

নিহত দুই পুলিশ কর্মকর্তার একজনের নাম র‍্যাচেল ম্যাকক্রো, বয়স ২৬৷ ২৯ বছর বয়সি আরেক পুলিশ কর্মকর্তার নাম ম্যাথু আর্নল্ড৷ পুলিশ কর্মকর্তাদের পরিচয় জানানো হলেও নিহত বাকিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ৷ এক বিবৃতিতে শুধু বলা হয়েছে দুই পুলিশ কর্মকর্তা ছাড়া বাকি চার নিহতের তিনজনই সন্দেহভাজন৷ তাদের মধ্যে দুজন পুরুষ আর একজন নারী৷ চতুর্থ ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি থাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷ 

কঠোর বন্দুক আইনের দেশ অস্ট্রেলিয়ায় এমন ‘বন্দুকযুদ্ধ' খুব বিরল ঘটনা৷ দেশটিতে ১৯৯৬ সাল থেকে অটোমেটিক এবং সেমি-অটোমেটিক সব ধরনের আগ্নেয়াস্ত্র সাধারণ নাগরিকের জন্য নিষিদ্ধ৷

উইয়ামবিলার এ ‘বন্দুকযুদ্ধের' ঘটনাকে ‘ভয়ঙ্কর' আখ্যা দিয়ে ইতিমধ্যে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ৷এক টুইট বার্তায় তিনি বলেন, ‘‘দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ বিসর্জন দেয়া পুলিশ কর্মকর্তাদের পরিবার এবং বন্ধুদের জন্য এ এক হৃদয়বিদারক দিন৷ শোকসন্তপ্তদের প্রতি আন্তরিক সমবেদনা... আপনাদের সঙ্গে সারা অস্ট্রেলিয়াই শোক পালন করছে৷''

এসিবি/কেএম (এপি, এএফপি, রয়টার্স)