1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্রোপচারে কলমের বদলে এবার পেন্সিল

১৮ ডিসেম্বর ২০১০

সুইডেনের বিখ্যাত আসবাবপত্র নির্মাণ সংস্থা ইকেয়া৷ এবার হাসপাতালের অস্ত্রোপচার কক্ষেও ঢুকে পড়লো ইকেয়া৷ না, কোন আসবাব নিয়ে নয়, তাদের বহুল পরিচিত পেন্সিল দিয়ে৷

https://p.dw.com/p/Qf5D
Parkplatz, IKEA, জার্মানি, পেন্সিল, বিজ্ঞান, অস্ত্রপচার, কলম, ইকেয়া, হাসপাতাল, চিকিৎসা, Medicine, Medical, Science, Germany, Pencil, Pen
ইকেয়ার আসবাবপত্রের চেয়ে এবার হয়তো পেন্সিলের চাহিদা বেশি বেড়ে যাবেছবি: dpa

অস্ত্রোপচার কক্ষে সার্জনের ছুরি-কাঁচির কথা শুনেছি, কিন্তু পেন্সিল! নিশ্চয়ই ভাবছেন পেন্সিল কেন? ওই সময় কি লেখালেখির কোন কারবার আছে নাকি? না, লেখালেখি নয়, কিন্তু দাগাদাগির বিষয় আছে৷ এই যেমন ধরুন কারো চেহারা কিংবা মাথায় অস্ত্রোপচার চলছে৷ এই সময় সার্জনকে অস্ত্রোপচারের জন্য অনেক সময় হাড়ের ওপর দাগ দিয়ে চিহ্ন দিতে হয়৷ কেন দিতে হয় সেটা অবশ্য তারাই ভালো বলতে পারবেন৷ যাই হোক এই দাগ দেওয়ার জন্য এতদিন সার্জনরা টিপ্ড পেন মানে আমরা যাকে টিপ কলম বলে চিনি তেমন কলম ব্যবহার করতেন৷ দিন কয়েক আগে ব্রিটেনের অক্সফোর্ড হাসপাতালে এমনই এক অস্ত্রোপচারে ব্যস্ত ছিলেন সার্জনরা৷ মাঝখানে হাড়ের ওপর দাগ দেওয়ার জন্য কলম চেয়ে বসেন এক সার্জন৷ এমন সময় তাঁদের হাতে তুলে দেওয়া হয় কলমের বদলে ইকেয়ার পেন্সিল৷

কলমের বদলে পেন্সিল পেয়ে কিছুটা আশ্চর্য হন সার্জন৷ তবে তা দিয়েই কাজ চালিয়ে নেন তাঁরা৷ এবং কলমের চেয়েও বেশ ভালো কাজ দেয় ইকেয়ার পেন্সিল৷ প্রখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে সম্প্রতি জানানো হয়েছে, যে হাড়ের ওপর দাগ দেওয়ার জন্য টিপ কলমের চেয়ে ইকেয়ার পেন্সিল অনেক বেশি কার্যকর৷ কারণ হিসেবে বলা হয়, অস্ত্রোপচার চলাকালে কলমের দাগ অনেক সময় হাড়ের ওপর থাকে না৷ ধোয়ার সময় কিংবা টিস্যু থেকে বের হওয়া ফ্লুইডে তা মুছে যায়৷ কিন্তু ইকেয়ার পেন্সিলের দাগ বেশি সময় ধরে থাকে৷ তবে অক্সফোর্ড হাসপাতালের সার্জন কারেন এলি অবশ্য জানিয়েছেন, দুয়ের মধ্যে যে খুব বেশি পার্থক্য তা কিন্তু নয়৷ তবে এই সুযোগে ইকেয়া-র পরিচিতি আরও বাড়বে বৈকি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক