ডিজাইন গুরু
২১ এপ্রিল ২০১২আদতে ফ্রান্সের বাসিন্দা ফিলিপ স্টার্ক৷ নকশাবিদ হিসেবে তাঁর বেশ নাম আছে৷ আইগড'এর অ্যাপেল কোম্পানির সঙ্গে হাত মেলানোর আগে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, নাইট ক্লাব, টুথব্রাশ, ট্রাভেল কার্ডসহ নানা রকমের রকমারি পণ্যের নকশা করেছেন ফিলিপ৷ এমনকি, অত্যাধুনিক একটি ‘স্পিকার' নকশা করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর৷
তবে বিখ্যাত কম্পিউটার কোম্পানি অ্যাপেল'এর জন্য নকশা করা নতুন এই পণ্যটিকে ফিলিপ তাঁর অন্য সব পণ্যের থেকে আলাদা করে দেখছেন৷ শুধু তাই নয়, পণ্যটি ঠিক কি ধরনের – সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিলেও, তাকে ‘বৈপ্লবিক' বলে আখ্যা দিয়েছেন স্টার্ক৷
আর সেটা হবে নাই বা কেন? শোনা যাচ্ছে, নতুন এই পণ্য তৈরির ক্ষেত্রে অ্যাপল'এর প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস'এর সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন ফরাসি এই ‘ডিজাইনার'৷ ফিলিপ স্টার্ক'এর নিজের কথায়, ‘‘গত প্রায় সাত বছর ধরে মাসে অন্তত একবার স্টিভ জবস'এর সঙ্গে আমার দেখা হয়েছে৷ এমনকি ৫ই অক্টোবর ক্যালিফোর্নিয়ার ‘পালো আল্টো'তে নিজ বাড়িতে জবস মারা যাওয়ার পর, আমি কিন্তু এখনও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাই৷ কথা বলি স্টিভ'এর স্মৃতি নিয়ে, তাঁর স্বপ্নগুলো নিয়ে৷''
সম্প্রতি রেডিও ফ্রান্স ইনফো'কে দেওয়া এক সাক্ষাত্কারে অ্যাপল'এর নতুন পণ্য তৈরিতে নিজের সংশ্লিষ্টতার কথা জানান ৬৩ বছর বয়স্ক নকশাবিদ ফিলিপ স্টার্ক৷ আর বলেন যে, আগামী আট মাসের মধ্যে, মানে বড়দিনের আগেই নাকি এই নতুন পণ্যটি বাজারে ছাড়বে অ্যাপেল৷
ওদিকে, ‘ফোর্বস' জানিয়েছে, আট মাসের মধ্যে অ্যাপল যেসব পণ্য আনতে পারে সে তালিকায় রয়েছে আরো উন্নত আইফোন, আইম্যাক, ম্যাকবুক এয়ার এবং অ্যাপল টিভি৷ এছাড়া শীঘ্রই অ্যাপল'এর হেডফোনেও পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে৷
প্রসঙ্গত, অ্যাপল পণ্য নকশা করার ক্ষেত্রে ফিলিপ স্টার্ক'এর আগে কোনো সংশ্লিষ্টতা ছিল না৷
প্রতিবেদন: দেবারতি গুহ, এএফপি
সম্পাদনা: সঞ্জীব বর্মন