অ্যামেরিকাকে হুঁশিয়ারি কিমের বোনের
১৬ মার্চ ২০২১মার্কিন শীর্ষ কূটনীতিক ও সামরিক কর্তারা সিওলে আসার মুখেই অ্যামেরিকা ও দক্ষিণ কোরিয়ার প্রবল সমালোচনায় কিম ইয়ো জংয়ের।
গত সপ্তাহে উত্তর কোরিয়ার সীমান্তে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া হয়েছে। তারপরেই মুখ খুলেছেন কিম ইয়ো জং। তিনি বলেছেন, ''আমি মার্কিন প্রশাসনকে সাবধান করে দিচ্ছি, তারা যেন সমুদ্রপার থেকে এসে আমাদের দেশে গোলাবারুদের গন্ধ ছড়াবার চেষ্টা না করে। যদি তারা আগামী চার বছর নিশ্চিন্তে ঘুমোতে চায়, তা হলে তারা যেন এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকে।''
মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন সিওলে পা দেয়ার একদিন আগে কিম উয়ো জং এই কড়া বিবৃতি দিলেন। সিওল থেকে ব্লিংকেন ও লয়েড জাপানেও যাবেন। কিমের মন্তব্য থেকে বিশেষজ্ঞদের ধারণা, সিওলে ব্লিংকেন ও লয়েড দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে উত্তর কোরিয়ার বিষয়েও কথা বলবেন। সে জন্যই আগাম হুমকি দিয়ে রাখলেন কিম উয়ো জং।
সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, তারা উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তা সফল হয়নি।
জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)