1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর উপর গোলাবর্ষণ অব্যাহত

২৩ আগস্ট ২০১৬

গাজিয়ানটেপ শহরে আত্মঘাতী বোমা হামলায় ৫৪ জন নিহত হবার পর তুরস্ক সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর বিভিন্ন ঘাঁটির উপর গোলাবর্ষণ করেছে৷ তবে গাজিয়ানটেপের বোমারু দৃশ্যত শিশু নয়৷

https://p.dw.com/p/1JnNB
Türkei Panzer Kind auf Panzer türkische Flagge Frau macht Fotos
ছবি: Reuters/M.Sezer

প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান গোড়ায় ১২ থেকে ১৪ বছর বয়সি এক শিশু বোমারুর কথা বলেছিলেন, কিন্তু সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন যে, প্রাথমিক তথ্য ভুল ছিল এবং কে যে আক্রমণ চালিয়েছে, সরকারের কাছে ‘‘তার কোনো হদিশ নেই''৷ ‘হুরিয়েত' দৈনিক জানিয়েছে যে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আততায়ীর পরিচয়, নাগরিকত্ব ও লিঙ্গ নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে৷

তুর্কি নিরাপত্তা বাহিনীর ধারণা যে, কুর্দ সশস্ত্র গোষ্ঠী ও আংকারা-পন্থি সিরীয় বিদ্রোহীরা সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, তার প্রতিশোধ হিসেবেই গাজিয়ানটেপে কুর্দি বিবাহবাসরের উপর আত্মঘাতী বোমা আক্রমণ চালানো হয়৷ তবে তুর্কি সামরিক বাহিনী যে সোমবার ও মঙ্গলবার উত্তর সিরিয়ায় আইএস ও পিওয়াইডি কুর্দ মিলিশিয়ার বিভিন্ন ঘাঁটির উপর গোলাবর্ষণ করেছে, তার আপাত উপলক্ষ্য হলো সিরিয়ার জারাব্লুস শহর থেকে তুরস্কের কারকামিস শহরের উপর দু'টি মর্টারের গোলা এসে পড়া৷ কারকামিস সিরীয় সীমান্তের অদূরে অবস্থিত৷ মঙ্গলবার সকালে তুর্কি কামান থেকে জারাব্লুস-এ চারটি আইএস অবস্থানের উপর মোট ৬০টি গোলা দাগা হয়৷

লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস-এর বিবরণ অনুযায়ী শত শত সিরীয় বিদ্রোহী তুরস্কের রাজ্যাঞ্চল থেকে আইএস অধিকৃত জারাব্লুস শহরের উপর অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে৷ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু এই আসন্ন অভিযানের কথা উল্লেখ না করে মন্তব্য করেছেন যে, ‘‘আমাদের সীমান্তকে পুরোপুরি দায়েশ-মুক্ত করতে হবে''৷

চাভুসোগলু সোমবার জানান যে, অস্ট্রিয়া থেকে তুর্কি রাষ্ট্রদূতকে ফেরৎ আনা হচ্ছে৷ এর উদ্দেশ্য দৃশ্যত ‘‘শলাপরামর্শ ও দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা''৷ এক্ষেত্রে চাভুসোগলু বিশেষভাবে যে ঘটনার উল্লেখ করেন, সেটি হলো সপ্তাহান্তে ভিয়েনায় কুর্দ বিদ্রোহীদের একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ৷ এছাড়া তিনি অস্ট্রিয়ায় ক্রমবর্ধমান তুর্কি-বিরোধী মনোভাবের কথা বলেন৷ ‘‘দুঃখজনকভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার স্বাভাবিক বিকাশের ভিত্তি অন্তর্হিত হয়েছে'', বলে চাভুসোগলু মন্তব্য করেন৷

এসি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য