আইনের বাইরে হাঁটলে চোরাগলিতে আটকে থাকবেন: এম এ মান্নান
৯ ডিসেম্বর ২০২২ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে গত কয়েক দিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা৷ বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস৷ এই গ্রেপ্তার আইনসঙ্গত বলে মনে করেন সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এই বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রাতে গ্রেপ্তার আইনসঙ্গতভাবেই করা হয়৷'' এক্ষেত্রেও তেমনটাই করা হয়েছে বলে তার বিশ্বাস৷ তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে বিএনপির প্রতি প্রধানমন্ত্রী সৌজন্যতা দেখালেও তারা ‘মেঠো ভাষায়' জবাব দিচ্ছে, জোর দেখানোর পথে হাঁটেছে৷
তার এই অভিযোগ অস্বীকার করেন অনুষ্ঠানের আরেক আলোচক বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল৷ তার অভিযোগ, বিএনপি অনবরত মার খাচ্ছে৷ তিনি বলেন, ‘‘রাষ্ট্র, সরকার এবং দল একাকার করে ফেলতে পেরেছে এই সরকার৷ একটা ভীতিকর সংস্কৃতি তারা তৈরি করেছে৷... আমরা নিশ্চিত করে বলতে পারি আমরা লগি, বৈঠা দিয়ে লাশ ফেলে দিয়ে লাশের উপর নাচানাচির কর্মসূচি দিব না৷’’
১০ ডিসেম্বর ঢাকায় পূর্ব ঘোষিত বিভাগীয় গণসমাবেশের আগে ভেন্যু নিয়ে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন তৈরি হয়৷ শুক্রবার বিকালে গোলাপবাগ মাঠে সমাবেশের সিদ্ধান্ত জানার পর বিএনপির নেতা-কর্মীরা গোলাপবাগ মাঠে সমবেত হতে শুরু করেন৷ দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারে বিএনপির সমাবেশে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তিনি৷
আলাল বলেন, ‘‘মহাসচিব ও অন্য যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কারণে আমাদের পরিকল্পনা বা মিটিং শিডিউলে কোন পরিবর্তন আসেনি৷ কর্মসূচি যা ছিল সেভাবেই কালকে ঘোষণা আসবে৷''
অন্যদিকে এম এ মান্নান মনে করেন সমাবেশ করে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হবে না৷ তিনি বলেন, ধোপখোলার মাঠ, গ্যান্ডারিয়ার মাঠ এখানে দুই লাখ, দশ লাখ লোক জড়ো করে আপনি বলতে পারেন না যে আপনি জনগণের প্রতিনিধি৷ জনগণের প্রতিনিধি যদি দাবি করতে চান তাহলে নির্বাচন কমিশনকে মেনে, নির্বাচন কমিশনের আইন-কানুন মেনে নির্বাচনে আসুন৷... আইন মানুন সব সোজা হয়ে যাবে৷ আইনের বাইরে হাঁটলে চোরাগলিতে আপনি আটকে থাকবেন৷''
অর্থনীতি, ব্যাংক পরিস্থিতি, টাকা পাচার নিয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী অন্যায় হচ্ছে বলে স্বীকার করেন৷ ‘‘(বাংলাদেশের) বিশাল বড় অর্থনীতি৷ বিশাল বড় অন্যায়ও হচ্ছে অনেকগুলো এটা অস্বীকারের প্রশ্ন আসে না৷ সেগুলো মোকাবিলা করার আইন আছে৷ আমরা আইনও প্রয়োগ করছি,’’ বলেন তিনি৷
এফএস/এআই