1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল-এ মঙ্গলবার শেন ওয়ার্ন বনাম লিটল মাস্টার

দেবারতি গুহ২১ এপ্রিল ২০০৯

বিশ্ব বিখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে তেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স-এর ৷ কিন্তু, বর্তমানে কেমন যেন দুমড়ে আছে গত বারের চ্যাম্পিয়ন্স-রা৷ অন্ততপক্ষে ব্যাটিং-এ তাদের অবস্থা নিতান্তই খারাপ৷

https://p.dw.com/p/Hb0d
রাজস্থান রয়্যালস-এর ক্যাপ্টেন ওয়ার্ন (কালো টি-শার্ট পরে)ছবি: UNI

গত বার ধোনির চেন্নাইকে ফাইনালে শেন ওয়ার্নের এই দলটিই হারিয়ে ছিল৷ অথচ, বর্তমানে তাদের অবস্থাই সবচেয়ে খারাপ৷ মানে মাত্র ৫৮ রান নিয়ে সর্বনিম্ন স্কোরটা তাদেরই৷ বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে কুপোকাত হওযার পর, তাই অনেকেরই ধারণা যে মঙ্গলবার ওয়ার্নের বিরুদ্ধে জিতে যাবে শচিনের দল৷

এদিকে, খেলায় প্রতি ইনিংসে দশ ওভারের পর যে বিরতি দেওয়া হচ্ছে - তা দলের গতি কমিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন লিটল মাস্টার৷ তাঁর কথায়, সাড়ে সাত মিনিটের বিরতি আদতে কিন্তু বেশ লম্বা৷ আর শচিনের সঙ্গে গলা মিলিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাব-এর কোচ টম মুডিও৷

তবে এই ট্যাকটিকাল টাইমআউট নিয়ে যতোই সমস্যা থাক না কেন, রাজস্থান রয়্যালস-এর অধিনায়ক কিন্তু ভেঙেও মচকান নি৷ তাঁর কথায়, ব্যাটিং-এ একটু গন্ডোগোল থাকলেও, বোলিং এবং ফিল্ডিং-এ তাদের অবস্থা নাকি দুর্দান্ত৷ এখন দেখাই যাক লিটল মাস্টারের মাস্টারি কতো দূর গড়ায় !