আগুনের বিরুদ্ধে তাদের লড়াই
দাবানলে আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশ৷ প্রকৃতির এই রোষের বিরুদ্ধে দেশে দেশে সীমিত শক্তি নিয়ে লড়াই চালানোর চেষ্টা করছেন স্থানীয় অগ্নিনির্বাপণ কর্মী ও স্বেচ্ছাসেবীরা৷ তাদের নিয়ে এই ছবিঘর৷
আগুনের বিরুদ্ধে
চারপাশে জলছে ভয়াবহ আগুন৷ তার বিরুদ্ধেই এক দমকলকর্মীর লড়াই৷ ছবিটি ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তোলা৷
নিঃসঙ্গ দমকলকর্মী
ক্যলিফোর্নিয়ার গ্রিনভিলেতে পুড়ে যাচ্ছে বন৷ আগুন থামাতে চেষ্টা করছে দমকলকর্মী বেন ফোলি৷
পুড়ছে বাড়ি
বাগানে পানি দেয়ার পাইপ দিয়েই বসতিতে ছড়িয়ে পড়া আগুন নেভানোর চেষ্টা করছেন ক্যালিফোর্নিয়ার গ্রাস ভ্যালির এক স্বেচ্ছাসেবী৷
ফায়ার ট্রেন
ক্যালিফোর্নিয়ার প্লুমাস ন্যাশনাল ফরেস্টে লেগেছে আগুন৷ সেতু ফায়ার ট্রেন থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা৷
হেলিকপ্টারে পানি
সাম্প্রতিক দাবানলে বিপর্যস্ত গ্রিসও৷ দেশটির ইভিয়া দ্বীপের উপকূলে আগুন নেভানোর কাজে ব্যবহৃত হেলিকপ্টারে পানি ভরা হচ্ছে৷
গাছের ডাল
আগুন ধেয়ে আসছে বসতিতে৷ গ্রিসের ইভিয়া দ্বীপের এক বাসিন্দা গাছের ডাল দিয়ে আগুন থামানোর চেষ্টা করছেন৷
বিমান থেকে পানি
ইভিয়া দ্বীপে দাবানল থামাতে দমকল বাহিনীর বিমানের সাহায্যে আকাশ থেকে পানি ফেলা হচ্ছে৷
ক্লান্ত দমকলকর্মী
গ্রিসের ইভিয়া দ্বীপে স্লোভাকিয়া থেকে আগত এক দমকলকর্মী উত্তাপ থেকে বাঁচতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন৷
স্বেচ্ছাসেবী দল
শুধু দমকল কর্মীরাই নন৷ দাবানল ঠেকাতে তুরস্কের মুগলা প্রদেশে ছুটে এসেছেন একদল স্বেচ্ছাসেবী৷
আগুনের কাছে অসহায়
পুড়ে যাচ্ছে মাইলের পর মাইল বন৷ মুগলায় স্বেচ্ছাসেবীর দল ইকিসজে গ্রামের কাছে দাঁড়িয়ে খুঁজছেন তা ঠেকানোর উপায়৷
বিশ্রাম
আগুনের বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত দুই স্বেচ্ছাসেবী তুরস্কের মুগলায় গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন৷
প্রস্তুতি
সূর্যের খরতাপে পুড়ছে ইটালির দক্ষিণাঞ্চল৷ সম্ভাব্য দাবানল ঠেকাতে তাই অগ্রিম প্রস্তুতি নিচ্ছেন সেখানকার দমকল কর্মীরা৷