1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজকের বাচ্চারা ফিট নয়

২১ নভেম্বর ২০১৩

সারা বিশ্বে লাখ লাখ শিশুদের নিয়ে করা এক জরিপ থেকে দেখা গেছে, আজকালকার বাচ্চারা তাদের বাবা-মায়েদের মতো এত জোরে বা এত দূর অবধি দৌড়তে পারে না৷ অবশ্য সেটা যখন ঐ বাবা-মায়েরা তাদের মতোই কম বয়সের ছিলেন৷

https://p.dw.com/p/1ALQZ
Performers participate in the opening ceremony of the IAAF World Athletics Championships at the Luzhniki stadium in Moscow August 10, 2013. REUTERS/Kai Pfaffenbach (RUSSIA - Tags: SPORT ATHLETICS)
ছবি: Reuters

৩০ বছর আগে বাবা-মায়েরা এক মাইল দৌড়তে যতটা সময় নিতেন, তাদের বাচ্চারা আজ তার থেকে ৯০ সেকেন্ড, অর্থাৎ প্রায় দেড় মিনিট বেশি সময় নেয়৷ ১৯৭৫ সাল যাবৎ ৯ থেকে ১৭ বছর বয়সের শিশু-কিশোরদের মধ্যে হৃদযন্ত্র সংক্রান্ত ‘ফিটনেস' প্রতি দশ বছরে পাঁচ শতাংশ করে কমে আসছে৷ অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, এই প্রথম প্রমাণ হলো যে, সারা বিশ্বে শিশুদের ফিটনেস গত তিন দশক ধরে কমছে৷

পেডিয়াট্রিসিয়ানরা তা-তে বিশেষ আশ্চর্য হচ্ছেন না, কেননা শিশুরা আজ আগের চেয়ে কম ‘অ্যাকটিভ' বা সক্রিয়৷ বিশ্ব স্বাস্থ্য সংগঠনের পরিসংখ্যান থেকেও দেখা গেছে যে, বিশ্বব্যাপী শিশু-কিশোর-তরুণদের ৮০ ভাগ পর্যাপ্ত কায়িক পরিশ্রম করছে না৷ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ছ'বছর কিংবা তার কম বয়সের শিশুদের সারাদিনে অন্তত এক ঘণ্টা শারীরিক পরিশ্রম হওয়া উচিত৷ কিন্তু মার্কিন শিশুদের মাত্র এক-তৃতীয়াংশ সেই পরিমাণ এক্সারসাইজ পেয়ে থাকে৷

রানিং ফিটনেস

মার্কিন মুলুকে বহু স্কুলেই ফিজিক্যাল এডুকেশন বা ব্যায়ামের কোনো ব্যবস্থা নেই – প্রধানত বাজেটে কুলোয় না বলেই৷ নতুন যে জরিপটি আলোড়ন তুলেছে, তা-তে নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার এক্সারসাইজ ফিজিওলজিস্ট গ্রান্ট টমকিনসন৷ গবেষকরা রানিং ফিটনেস, বা দৌড় সংক্রান্ত ফিটনেসের ৫০টি জরিপ বিশ্লেষণ করে দেখেন৷ জরিপগুলি ছিল ৯ থেকে ১৭ বছরের শিশু-কিশোরদের নিয়ে৷ এ সব তথ্য ২৮টি দেশের আড়াই কোটি শিশুদের নিয়ে৷ সংগৃহীত হয়েছে ১৯৬৪ থেকে ২০১০ সাল অবধি৷

Group of marathon racers running
ছবি: Fotolia/ruigsantos

ছেলে এবং মেয়েদের রানিং ফিটনেসে একই রকমের পরিবর্তন ঘটেছে, তবে এলাকা অনুযায়ী অনেক ফারাক আছে – বলেছেন টমকিনসন৷ ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে শিশুদের ফিটনেসের অবনতি রোধ করা সম্ভব হয়েছে, অর্থাৎ পরিস্থিতি আর খারাপের দিকে যাচ্ছে না৷ বিগত কয়েক বছরে উত্তর অ্যামেরিকাতেও সে প্রবণতা লক্ষণ করা যাচ্ছে৷ জাপানে ফিটনেস চিরকালই একই পর্যায়ের ছিল, কিন্তু চীনের ক্ষেত্রে ব্যাপক অবনতি ঘটেছে৷

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ

চীনের ক্ষেত্রে ফিটনেসের অবনতি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের ছাত্র অবধি, সর্ব পর্যায়ে ছড়িয়েছে৷ চীনের ছাত্রছাত্রীরা ক্রমেই আরো মোটা এবং মন্থর হয়ে পড়ছে৷ তার জন্যে পড়াশুনা আর অ্যাডমিশনের চাপ থেকে শুরু করে গেমিং ও ওয়েব সার্ফিং অবধি সব কিছুকে দোষী করা হচ্ছে৷ কিন্তু বাস্তব এই যে, ২০১০ সালে চীনে কলেজের ছাত্ররা এক কিলোমিটার দৌড়াতে যে সময় নিয়েছে, তা ছিল ২০০০ সালের তুলনায় ১৪ থেকে ১৫ সেকেন্ড বেশি৷ মহিলা ছাত্রীরা ৮০০ মিটার দৌড়াতে গড়ে ১২ সেকেন্ড বেশি সময় নিয়েছে৷

মোটা হলে ব্যায়াম করতে ইচ্ছে করে না; টেলিভিশন দেখতে আর ভিডিও গেম খেলতে সময় চলে যায়; পাড়া আর এতটা নিরাপদ নয়, কিংবা হয়ত খেলার মাঠ নেই – এ সব নানা কারণে বিশ্বব্যাপী শিশু-কিশোরদের শারীরিক গতিবিধি কমছে, বলছেন গবেষকরা৷

এসি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য