ছাড়া পেলেন ইমরান
৬ জুন ২০১৮
বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে সমাবেশ করতে শাহবাগে গিয়ে বুধবার বিকেলে আটক হয়েছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার৷ সমাবেশ শুরুর আগেই তাঁকে আটক করেছিল র্যাব৷
ইমরানকে আটকের পর ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রিয়াজুল আলম ভূঁইয়া জানান, পূর্ব নির্ধারিত এ সমাবেশে অংশ নিতে বিকাল সাড়ে ৪টার দিকে ইমরান জাতীয় জাদুঘরের সামনে গিয়েছিলেন৷ কিন্তু গাড়ি থেকে নামা মাত্রই তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান র্যাব সদস্যরা৷ কোথায় নিয়ে গেছে– জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিয়াজুল আলম ভূঁইয়া বলেন, ‘‘আমরা সেটা জানি না৷''
র্যাবের পক্ষ থেকেও আটকের বিষয়টি স্বীকার করা হয়৷ র্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেছেন, ‘‘র্যাব-৩ সদস্যরা কিছুক্ষণ আগে তাঁকে (ইমরান) শাহবাগ এলাকা থেকে ধরেছে৷'' আটকের কারণ জানতে চাইলে মুফতি মাহমুদ খান বলেন, ‘‘শাহবাগে অবৈধ সমাবেশ করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে৷ বিষয়টি আমরা খতিয়ে দেখছি৷''
এসিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)