আত্মহত্যা নয়, নারীদের প্রতিবাদী হতে বলেছেন প্রধানমন্ত্রী
৯ ডিসেম্বর ২০১০ঊনবিংশ শতাব্দীর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত৷ তার জন্ম এবং মৃত্যু দিনকে জাতীয় পর্যায়ে পালন করা হয় বেগম রোকেয়া দিবস হিসেবে৷ বৃহস্পতিবার বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোকেয়া পদক প্রদান করেন আয়েশা জাফর ও অধ্যাপক মেহের কবিরকে৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অন্যায়, নির্যাতন আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে নারীদের৷ করতে হবে প্রতিবাদ৷ তিনি ইভ টিজিংয়ের কথা উল্লেখ করে বলেন, অন্যায়ের শিকার হয়ে আত্মহত্যা নয়, প্রতিবাদ করতে হবে৷ অপরাধীকে প্রতিরোধ করতে হবে - তার শাস্তির ব্যবস্থা করতে হবে৷
প্রধানমন্ত্রী বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়৷ তাই নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে৷ তাকে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে৷
শেখ হাসিনা বলেন, তার সরকার নারী উন্নয়নে এবং তাদের জন্য কর্মসংস্থানে পদক্ষেপ নিয়েছে৷ নারী উদ্যোক্তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ব্যাংক ঋণের৷ শিক্ষা ক্ষেত্রে রয়েছে অগ্রাধিকার৷ তার সরকার নারী উন্নয়নে আরো পদক্ষেপ নেবে বলে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক