1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদালতে হাজিরা কমানোর আর্জি সুচি-র

৫ অক্টোবর ২০২১

সেনাবিদ্রোহের পর তিনি এখন বন্দি। সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয় আদালতে। হাজিরা দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, আদালতে জানালেন অং সান সুচি।

https://p.dw.com/p/41GGz
অং সান সুচি
ছবি: Thet Aung/AFP/Getty Images

প্রতি সপ্তাহে তাকে আদালতে হাজিরা দিতে হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে সেনা সরকার। যার মধ্যে ভোটে কারচুপি, কোভিডের নিয়ম না মানা, অবৈধ ওয়াকি টকি কেনা এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। মামলাগুলির শুনানি চলছে মিয়ানমারের আদালতে। সোমবার তেমনই এক শুনানিতে সুচি আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে, তার হাজিরার সংখ্যা কমিয়ে দেওয়া হোক।

সুচি-র আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই সপ্তাহে একবার শুনানির দিন ধার্য করার আবেদন জানিয়েছেন ৭৬ বছরের এই রাজনীতিবিদ।

এর আগেও দীর্ঘদিন গ্রেপ্তার হয়ে থেকেছেন সুচি। তাকে ঘরবন্দি করে রেখেছিল সাবেক মিয়ানমারের সেনা সরকার। তবে রাজনৈতিক লড়াই লড়ে মিয়ানমারে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ভোটের মাধ্যমে সরকার গঠনের লড়াই লড়েছিলেন। এবং শেষপর্যন্ত মিয়ানমারের সর্বোচ্চ নেতায় পরিণত হয়েছিলেন।

গত ফেব্রুয়ারি মাসে সেই সুচি-র বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে সেনা। একদিনের মধ্যে সুচি-কে গ্রেপ্তার করে শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় তারা। সুচি-র বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

মিয়ানমারে সেনাশাসনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকেও। অভিযোগ, আন্দোলনকারীদের কঠোর হাতে দমন করছে সেনা। সুচি ছাড়াও অন্য মন্ত্রীদেরও গ্রেপ্তার করা হয়েছে।

সুচি-র আইনজীবী জানিয়েছেন, সুচি-র বড় কোনো অসুখ হয়নি। তবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। সে কারণেই আদালতে ওই আর্জি জানানো হয়েছে।

এদিকে অদূর ভবিষ্যতে ১০ দেশের দক্ষিণ এশিয়া ফোরামের বৈঠকে বসার কথা। মালয়েশিয়া জানিয়েছে, মিয়ানমারের সেনা সরকারের প্রতিনিধিকে ওই বৈঠকে জায়গা দেওয়া হবে না। সেনা যেভাবে দেশের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে এবং যেভাবে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হয়েছে, তা এই দেশগুলি মেনে নেবে না।

এসজি/জিএইচ (রয়টার্স)