আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
৪ মে ২০২২বুধবার উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে৷ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন তথ্য জানিয়েছে৷ জাপানও অস্ত্র পরীক্ষার সংবাদটি নিশ্চিত করেছে৷ দেশটির প্রশাসন উপকূলরক্ষীদের তাদের জাহাজগুলোকে ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ধ্বংসাবশেষ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে৷
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পিয়ংইয়ং অঞ্চলের সুনান এলাকা থেকে নিক্ষেপ করা হয়৷ এর আগে সুনান থেকেই গত ২৪ মার্চ হোয়াসং-১৭ নামে একটি নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে৷ এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য আরো অস্ত্র পরীক্ষার বিষয়ে সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে৷
উত্তর কোরিয়া এই বছর মোট ১৪টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে৷ যত দ্রুত সম্ভব পারমাণবিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়ার এক সপ্তাহ পরেই বুধবারের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়৷
২০১৭ সালের পরে গত মার্চে উত্তর কোরিয়া প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে৷ সিউল এবং ওয়াশিংটনের কর্মকর্তারা বলছেন, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছে।
এএস/ (এপি, এফপি, ডিপিএ, রয়টার্স)