আবার তালেবানের সঙ্গে ‘শান্তি আলোচনা’
৫ জানুয়ারি ২০২১মঙ্গলবার দোহায় পৌঁছেছেন আফগান সরকারের প্রতিনিধি দল৷ সেখানে দুই দশকের আফগান যুদ্ধের অবসানের আলোচনা শুরু হবার কথা রয়েছে৷ আফগান সরকার ও তালেবানেরপ্রতিনিধিরা এ আলোচনায় যোগ দিচ্ছেন৷
এর আগে প্রায় তিন মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সৈন্য সরিয়ে নেবার বিষয়ে তালেবানের চুক্তি হয়৷
এবারের আলোচনায় নতুন আফগান সরকারেরের কাঠামো কী হবে, তা নিয়ে দুইপক্ষের মধ্যে দরকষাকষি হবে৷ আলোচনার কেন্দ্রে থাকবে ক্ষমতা ভাগাভাগি ও যুদ্ধবিরতি৷ মার্কিন সমর্থিত বর্তমান সরকারকে এখনো মেনে নেয়নি তালেবান৷
নাইন-ইলেভেনের হামলার পর, অর্থাৎ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধ শুরু করেন মার্কিন সেনারা৷ প্রায় ২০ বছর পর তাদের সেখান থেকে ধীরে ধীরে নিজেদের সরিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়েছে৷
‘‘তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন কী চান তার ওপরও অনেক কিছু নির্ভর করছে,'' প্রতিবেদককে বলেন ডয়চে ভেলের পশতু বিভাগের সাংবাদিক খালিদ হাকিমী৷ ‘‘মনে করা হচ্ছে তিনি চান না, মার্কিন সেনারা সেখান থেকে পুরোপুরি চলে আসুক৷''
২০ জানুয়ারি যখন বাইডেন দায়িত্ব গ্রহণ করবেন, তখন আফগানিস্তানে মাত্র আড়াই হাজার মার্কিন সেনা থাকবে৷ ‘‘তাই এবারের আলোচনা গুরুত্বপূর্ণ,'' যোগ করেন খালিদ৷ তিনি বলেন, ‘‘সামনের সময়টাতে দেখতে হবে আলোচনা কোনদিকে গড়ায়৷''
তিনি জানান, আলোচনা মঙ্গলবার শুরু হবার কথা থাকলেও মূলত বুধবার সকাল থেকেই মূল আলোচনা শুরু হবে৷
জেডএ/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স)