চীনে আবার বার্ড ফ্লু
৪ এপ্রিল ২০১৩চীনে ২০০৩ সালে দেখা দিয়েছিল বার্ড ফ্লু-র প্রাদুর্ভাব৷ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (এসএআরএস)-এ সংক্রমিত হয়েছিলেন ৮ হাজারেরও বেশি মানুষ, প্রাণ গিয়েছিল কমপক্ষে এক হাজার জনের৷ সেবার বিশ্বের অনেক দেশেই হানা দিয়েছিল এই রোগ৷ বাংলাদেশও বাদ যায়নি৷ সেই রোগ এবার ফিরেছে নতুন রূপে৷ কিন্তু পূর্বলক্ষণ কী, সংক্রমন হলে কী কী করতে হবে –এ সবের কিছুই এখনো জানা যায়নি, কারণ, চীন সরকার বিষয়টি নিয়ে টুঁ শব্দটিও করেনি এতদিন৷ অথচ এ বছর রোগটি প্রথম ধরা পড়ে গত ফেব্রুয়ারিতে৷ আক্রান্ত নয়জনের মধ্যে তিনজনই মারা গেছেন৷
দু'মাস ধরে এমন ভয়ঙ্কর একটি রোগের বিষয়ে কিছু না জানানোয় তুমুল সমালোচনা শুরু হয়েছিল চীন সরকারের৷ সে দেশের গণমাধ্যম এবং ইন্টারনেট ব্যবহারকারীদের তোপের মুখে পড়ে অবশেষে চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন জানিয়েছে এ বিষয়ে শিগগিরই সারা বিশ্বকে বিস্তারিত জানানো হবে৷ এতদিন পর মুখ খোলার কারণও জানানো হয়েছে বিবৃতির মাধ্যমে, বলা হয়েছে ঠিকভাবে রোগ নির্ণয় করার পর সবাইকে জানাতে গিয়েই নাকি এই বিলম্ব!
এসিবি/ডিজি (এএফপি)