1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার রেফারির নিন্দা করে বিপাকে ফার্গুসন

১৪ মে ২০১১

ম্যানচেষ্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফারগুসনকে আবারও নিষিদ্ধ করা হতে পারে মাঠে৷ যদিও এবার সমালোচনা না করে রেফারির প্রশংসাই করেছেন তিনি৷

https://p.dw.com/p/11Frn
ছবি: AP

অ্যালেক্স ফারগুসন আবার রেফারির বিরুদ্ধে সমালোচনা করেছেন

হাওয়ার্ড ওয়েব সম্পর্কে অযাচিত মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে ফার্গুসনের বিরুদ্ধে৷ গতবছর স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত খেলা পরিচালনা করেন ওয়েব৷ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে অ্যালেক্সের দলের খেলার দু'দিন আগে এক সংবাদ সম্মেলনে অ্যালেক্স ফারগুসন বলেন, এই খেলা পরিচালনার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হচ্ছেন ওয়েব৷ তবে তিনি একথাও বলেন, রেফারির ভুল সিদ্ধান্ত খেলার ফলাফল পাল্টে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি৷

খেলার আগে রেফারি সম্পর্কে কোনো ধরণের মন্তব্য করার নিয়ম নেই

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের বিধানে বলা হচ্ছে, খেলার আগে রেফারি সম্পর্কে সংশ্লিষ্ট দলের কোচ কোনো মন্তব্য করতে পারবেননা৷ তারপরও তিনি মন্তব্য করেছেন৷ যেকারণে এবার হয়তো তাঁকে মাঠেই নিষিদ্ধ করা হতে পারে৷ তবে ওল্ড ট্র্যাফোর্ডের ওই খেলায় ফার্গুসনের দল ২-১ গোলে জেতে চেলসির বিপক্ষে৷ সেই সঙ্গে লিগ শিরোপাও প্রায় মুঠোয় ভরে ফেলে ম্যান ইউ৷

আগেও রেফারির সমালোচনা করে বিতর্কিত ফার্গুসন

রেফারি মার্টিন অ্যাটকিনসনের সমালোচনা করায় মার্চে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাঁকে মাঠে নিষিদ্ধ করে তিন ম্যাচের জন্য৷ চেলসির সঙ্গে খেলা শেষ হওয়ার পরপর তিনি এই সমালোচনা করেন৷ স্ট্যাম্পফোর্ড ব্রিজের ঐ খেলায় চেলসি জেতে ২-১ গোলে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়