অনিয়ন্ত্রিত আবাসন বাণিজ্যের কারণে কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসন৷ ‘ডিটেইল এরিয়া প্ল্যান’ বা ড্যাপকে পাশ কাটিয়ে ঢাকার চারপাশে নীচু এলাকাগুলোতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গড়ে উঠছে আবাসন৷ ভরাট হচ্ছে জলাশয়, অপূরণীয় ক্ষতি হচ্ছে পরিবেশের৷ আর মানুষ হারাচ্ছেন বাপদাদার পেশা৷