আমাদের গ্রহের সবচেয়ে বড় ঝুঁকি কি ও কোথায়?
বিশ্বের সবচেয়ে বড় বিপদ কোনদিক থেকে ঘটতে পারে? প্রতিবছর ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামের পর বিষয়টি নিয়ে ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, জ্ঞান-বিজ্ঞান ও সুশীল সমাজের বিশেষজ্ঞদের নিয়ে জরিপ করা হয়৷
চরম আবহাওয়া
গত বছরের গ্লোবাল রিস্ক রিপোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষজ্ঞরা ব্রেক্সিট ও নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতিগতি সম্পর্কে সাবধান করে দিয়েছিলেন৷ এবার তার স্থান নিয়েছে চরম আবহাওয়া: ছবিতে যেমন ক্যারিবিয়ান অঞ্চলে ইরমা ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা যাচ্ছে৷
...তারপরেই আসছে প্রাকৃতিক বিপর্যয়
ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধস নামা, সুনামি, ঝড়ঝঞ্ঝা, বন্যা ও অপরাপর প্রাকৃতিক বিপর্যয় হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঝুঁকি৷ আবার সাইবার আক্রমণও একটা ঝুঁকি! তবে পঞ্চম স্থানে রয়েছে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ফলশ্রুতি৷ ছবিতে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যা৷
প্রকৃতি ও জলবায়ু
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়জনিত ঝুঁকি এবার গ্লোবাল রিস্ক রিপোর্ট জুড়ে৷ নজর দেওয়া হয়েছে আগামী দশ বছরে কী ঘটতে চলেছে, তার দিকে: যেমন গত বছরের জুন মাসে বাংলাদেশে বিশাল ধস নেমে একাধিক গ্রাম ও রাস্তা ডুবিয়ে দেয়৷ ছবিতে ত্রাণকর্মীরা চাপা পড়াদের উদ্ধারের কাজে ব্যস্ত৷
ধ্বংস ও লীলা
গণবিধ্বংসী মারণাস্ত্র বলতে আজও প্রধানত পারমাণবিক, রাসায়নিক ও জীবাণু বোমাকেই বোঝায়৷ এ ধরনের মারণ প্রযুক্তি যে একটানা এগিয়ে চলেছে ও ছড়িয়ে পড়ছে, তার বিপদ সম্পর্কে সাবধান করে দিয়েছে গ্লোবাল রিস্ক রিপোর্ট৷ ছবিতে গত সেপ্টেম্বর মাসে বার্লিনের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন আন্দোলনকারীরা৷
বুদ্ধিতে ব্যাখ্যা আছে – কিন্তু সমাধান?
স্বল্পমেয়াদে আমাদের বিশ্বের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে চরম আবহাওয়া ও প্রাকৃতিক বিপর্যয়৷যেমন গত নভেম্বর মাসে ইরানের কেরমানশাহের ভূমিকম্প (ওপরের ছবি)৷ মোদ্দা কথা হলো, জলবায়ু পরিবর্তন মোকাবিলার ব্যবস্থা না করে মানবজাতির নিস্তার নেই৷
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষজ্ঞরা সাবধান করে দিয়েছেন যে, পানির অভাব স্বল্প ও দীর্ঘ মেয়াদে ব্যাপক প্রভাব ফেলবে৷ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পানীয় জলের অভাব মানুষ ও জীবজন্তুকে কষ্টে ফেলা ছাড়াও বিশ্ব অর্থনীতির ক্ষতি করছে৷ ছবিতে আফগানিস্তান সীমান্তের কাছে ইরানের জাবোলে একটি উটের লাশ৷
বিবেকের দংশন?
এ বছর বিশ্বের প্রথম পাঁচটি ঝুঁকির মধ্যে কোনোটিই অর্থনৈতিক নয়, অথচ ২০০৮ সালের আর্থিক সংকটের পর সে ধরনের ঝুঁকি প্রাধান্য পেয়েছিল৷ তবে অর্থনৈতিক সংকটের ঝুঁকি যে একেবারে লোপ পেয়েছে, এমন নয়৷ ছবিতে এথেন্সের রাজপথে ভিক্ষার আশায় হাত বাড়িয়ে রয়েছেন এক নারী৷