1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমাদের সমাজে যৌতুক

[email protected]১৮ জানুয়ারি ২০০৮

যৌতুক সমস্যা বাংলাদেশে নতুন কিছু নয়৷ যৌতুকের দাবী পূরণ করতে না পারায় ভেঙ্গে গেছে হাজারো বিয়ে, হারিয়ে গেছে অসংখ্য প্রাণ৷ যৌতুকের বলি শুধুমাত্র মেয়েরাই৷ যৌতুক দিতে না পারায়, হত্যা করা হয়েছে কন্যা, জায়া এবং জননীদের৷ অত্যাচার চলেছে দিনের পর দিন, রাতের পর রাত৷ শুধু স্বামী নয় শশুড়-শাশুড়

https://p.dw.com/p/DPn2
ছবি: AP

��, দেবর-ননদ কেউই পিছপা হননা কটু কথা বলতে৷

যৌতুকের নির্মম পরিণতির পরও যৌতুক বহাল তবিয়তে বেঁচে রয়েছে আমাদের সমাজে৷ যৌতুক চাওয়া হচ্ছে, আশ্চর্য্যের বিষয়, যৌতুক দেয়াও হচ্ছে৷ যৌতুক দিতে না পারার দায় ভার এক পর্যায়ে নেমে এসেছে বাড়ীর এক সময়ের অত্যন্ত আদুরে কন্যাটির ওপর৷

যৌতুক নিয়ে আমাদের দেশের আইন কি বলছে, আইন ছাড়াও ইসলাম ধর্মই বা কি বলছে যৌতুক দেয়া এবং নেয়া নিয়ে৷ আলোচনায় অংশগ্রহণ করেছেন ঢাকার প্রখ্যাত আইনজীবি এবং ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের পরিচালক ডঃ শাহ্দীন মালিক এবং কানাডার টরোন্টো থেকে ইসলাম এবং শারিয়া বইয়ের লেখক হাসান মাহমুদ৷