আমাদের সমাজে যৌতুক
১৮ জানুয়ারি ২০০৮বিজ্ঞাপন
��, দেবর-ননদ কেউই পিছপা হননা কটু কথা বলতে৷
যৌতুকের নির্মম পরিণতির পরও যৌতুক বহাল তবিয়তে বেঁচে রয়েছে আমাদের সমাজে৷ যৌতুক চাওয়া হচ্ছে, আশ্চর্য্যের বিষয়, যৌতুক দেয়াও হচ্ছে৷ যৌতুক দিতে না পারার দায় ভার এক পর্যায়ে নেমে এসেছে বাড়ীর এক সময়ের অত্যন্ত আদুরে কন্যাটির ওপর৷
যৌতুক নিয়ে আমাদের দেশের আইন কি বলছে, আইন ছাড়াও ইসলাম ধর্মই বা কি বলছে যৌতুক দেয়া এবং নেয়া নিয়ে৷ আলোচনায় অংশগ্রহণ করেছেন ঢাকার প্রখ্যাত আইনজীবি এবং ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের পরিচালক ডঃ শাহ্দীন মালিক এবং কানাডার টরোন্টো থেকে ইসলাম এবং শারিয়া বইয়ের লেখক হাসান মাহমুদ৷