‘আমি বাংলাদেশ সম্পর্কে খুবই আশাবাদী'
১৭ ফেব্রুয়ারি ২০১৬জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশের জন্য সম্প্রতি জার্মানির বন শহরের জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করেন ড. সেলিম জাহান৷ এ সময় ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন অথনৈতিক খাতে বাংলাদেশের উন্নতির নানা দিক৷ তিনি মনে করেন, গত ২০ বছরে মানব উন্নয়ন সূচকের মান বেড়েছে, যা সন্তোষজনক৷ আর প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ তিনি বলেন, ‘‘এখন বাংলাদেশের মানুষের গত আয়ু ৭১ বছর৷ ভারতে যেখানে ৬৬ বছর, পাকিস্তানে ৬৬ বছর৷ শিশুমৃত্যুর হারও প্রতিবেশীদের তুলনায় অনেক কমিয়েছে বাংলাদেশ৷''
প্রসঙ্গত, ২০১৫ সালের হিসেব অনুযায়ী, জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৮৮টি দেশের মধ্যে ১৪২তম৷ ড. জাহান মনে করেন, এই অবস্থানের উন্নয়নের সুযোগ রয়েছে৷ তাঁর মতে, বাংলাদেশে শিক্ষার বিস্তার হচ্ছে৷ পাশাপাশি শিক্ষার মানও বাড়াতে হবে৷ মাথায় রাখতে হবে, শিক্ষার্থীদের শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতেও সন্তুষ্ট৷ তবে নারীকে আরো বেশি স্বাধীনতা, বিশেষ করে আর্থিক স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিতে হবে বলে মনে করেন তিনি৷ তিনি জানান, পরিবারে নারীর ভূমিকা বাড়াতে হবে৷ যেসব ক্ষেত্রে এখন পুরুষরা অগ্রাধিকার পাচ্ছে, সে সবক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে৷
বাংলাদেশ সম্পর্কে খুবই আশাবাদী ড. জাহান৷ বাংলাদেশিদের মধ্যে সৃজনশীলতা আছে, কর্মক্ষমতাও অত্যন্ত বেশি, মনে করেন তিনি৷ পাশাপাশি তিনি এটাও মনে করেন যে, নারীরা যতদিন পিছিয়ে থাকবেন ততদিন সমাজের অগ্রগতি সম্ভব নয়৷
‘‘সমাজের অর্ধেক জনসংখ্যাকে পিছিয়ে রেখে আমরা আগাতে পারবো না৷ সুতরাং নারীর ক্ষমতায়নে আমরা যতটা এগিয়েছি সেটাও বড় অজর্ন'', বলেন ড. জাহান৷ পুরো সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করেন এই লিংকে৷
আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷