আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ড : ভারত ছাড়িয়ে দিকে দিকে প্রতিবাদের ঢেউ
জার্মানি থেকে অস্ট্রেলিয়া, সর্বত্র ছড়িয়ে পড়ছে আরজি কর কাণ্ডের বিচারের দাবি৷ প্রতিবাদেমুখর হচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী ভারতীয়রা৷
হামবুর্গ, জার্মানি
জার্মানির উত্তরাঞ্চলের শহর হামবুর্গে শনিবার ১৭ আগস্ট জড়ো হন প্রায় ৮০জন মানুষ৷ সবার একটাই দাবি, কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার হোক৷ আয়োজকরা জানান, এই প্রতিবাদ কর্মসূচিতে হামবুর্গে বসবাসরত ভারতীয় বাঙালিরা তো বটেই, ভারতের অন্যান্য অঞ্চলের মানুষরাও অংশ নিয়েছেন৷
ড্যুসেলডর্ফ, জার্মানি
কলকাতায় রাত দখলের কর্মসূচি আয়োজিত হয় ১৪ আগস্ট৷ সাথে সাথে বিক্ষোভের ছোঁয়া লাগে বিদেশের মাটিতেও৷ কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি পেতে দেরি হওয়ায় ড্যুসেলডর্ফের বিক্ষোভ অনুষ্ঠিত হয় ১৭ আগস্ট৷ স্থানীয় জার্মানরাও যোগ দেন বিক্ষোভে৷
কোলন, জার্মানি
জার্মানির পশ্চিমাঞ্চলের শহর কোলনের ঐতিহ্যবাহী ক্যাথিড্রালের পাদদেশে ১৫ আগস্ট অনুষ্ঠিত হয় প্রতিবাদ কর্মসূচি৷ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিকে সামনে রেখে উপস্থিত ব্যক্তিরা তোলেন সকল কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নও৷
এসেন, জার্মানি
জার্মানির আরেক শহর এসেনেও আয়োজিত হয় প্রতিবাদ কর্মসূচি৷ নানা ধরনের স্লোগানে লেখা পোস্টার দেখা যায় বিক্ষোভকারীদের হাতে৷
আমস্টারডাম, নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের আমস্টারডামেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়৷ সেই রাত দখলের কর্মসূচী থেকেও ওঠে ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি৷
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
শুধু ইউরোপ নয়, বিভিন্ন দেশে বসবাসরত ভারতীয়রা সংহতি জানাচ্ছেন আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সংগঠিত বিক্ষোভে৷ মেলবোর্নের ভারতীয়রা ১৮ আগস্ট একত্রিত হয়ে প্রতিবাদ জানান৷