আরেক স্বাধীনতার উৎসব
ভারত স্বাধীন হয়েছিল ১৫ অগাস্ট। কিন্তু নদিয়া জেলার একটি অংশ স্বাধীনতা দিবস উদযাপন করে ১৮ অগাস্ট।
দেশভাগের গোলযোগ
পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা নদিয়া। কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ শহর যার অন্তর্গত। এহেন নদিয়ার একটি বড় অংশে স্বাধীনতা দিবস পালিত হয় ১৮ অগাস্ট। কারণ, ১৫ থেকে ১৭ অগাস্ট তারা পূর্ব পাকিস্তানের অংশ ছিল।
কী ঘটেছিল
রাডক্লিফ কল্পিত সীমান্তরেখা এঁকেছিলেন। বুঝতেও পারেননি, এর ফলে কত গ্রাম আড়াআড়ি ভেঙে গেছে। বাড়ির উঠোন দিয়ে গেছে সীমান্ত। নদিয়ার একটি বড় অংশ সেভাবেই চলে গেছিল পূর্ব পাকিস্তানে। কিন্তু ওই অংশের মানুষ পশ্চিমবঙ্গে থাকতে চেয়েছিলেন। তারা বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে ১৭ অগাস্ট সীমান্তের পরিবর্তন হয়।
১৮ অগাস্ট স্বাধীনতা
১৭ অগাস্ট সীমান্ত পরিবর্তনের পর ১৮ অগাস্ট ভারতীয় পতাকা তোলা হয় নদিয়ার একাধিক অঞ্চলে। তখন থেকে ১৮ অগাস্টই তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করেন।
এবারের উৎসব
প্রতি বছরই এই দিনে নানা উৎসব পালিত হয় নদিয়ায়। চূর্ণি নদীতে নৌকার প্রতিযোগিতা যার অন্যতম।
পতাকা লাগিয়ে বাইচ
বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন। তেমনই এক দৃশ্য।
বিএসএফ-এর অনুষ্ঠান
অনুষ্ঠানে যোগ দিয়েছে বিএসএফ-এর নারী জওয়ানরা। তাদের নাচের একটি মুহূর্ত।
পুরুষদের ভাংরা
পুরুষ বিএসএফ কর্মীরা ভাংরা নাচেন। এই নাচ পাঞ্জাবের লোকনৃত্য।
স্থানীয় মানুষের আবেগ
এই দিনটিতে আবেগে ভাসেন নদিয়ার মানুষ। স্বাধীনতার ৭৫ বছর পর আজও ওই তিনদিনের স্মৃতি ফিরে ফিরে আসে।