1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশআয়ারল্যান্ড

আর নয় পিট

১৯ জানুয়ারি ২০২২

আয়ারল্যান্ডের একটা বড় অংশ জুড়ে পিটসমৃদ্ধ জলাভূমির অবস্থান৷ অন্য অনেক জৈব জ্বালানির চেয়ে পিট দামে সস্তা, পাওয়াও যায় সহজেই৷ ফলে ব্যাপক মাত্রায় পিট উত্তোলনে কয়েকগুণ কার্বন জমা রাখতে সক্ষম এই জলাভূমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ তবে এই অবস্থা বদলাতে এগিয়ে এসেছে সরকার ও জনগণ৷

https://p.dw.com/p/45l7k