1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আল-কায়েদার সঙ্গে কাজ করছে আসাদ প্রশাসন’

১১ মে ২০১২

সিরিয়ান ন্যাশানাল কাউন্সিল’এর প্রধান বুরহান গালিউন অভিযোগ করেছেন, বাশার আল-আসাদের প্রশাসন আল-কায়েদার সঙ্গে সহযোগিতায় সন্ত্রাসী হামলা চালাচ্ছে৷ কোফি আনান’এর পরিকল্পনারও সমালোচনা করেন তিনি৷

https://p.dw.com/p/14thG
ছবি: picture-alliance/dpa

অস্ত্রবিরতি শুরু থেকেই ভঙ্গুর ছিল৷ প্রথম দিন থেকেই বিচ্ছিন্ন হিংসার খবর পাওয়া যাচ্ছিল সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে৷ সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দোষারোপ করে আসছিল৷ কিন্তু বৃহস্পতিবার রাজধানী দামেস্কে জোড়া আত্মঘাতী হামলার ঘটনা ধৈর্যের সব বাঁধ ভেঙে দিয়েছে৷ বিশেষ করে প্রায় ৫৫ জন নিহত ও প্রায় ৩৭০ জন আহতদের মধ্যে একটা বড় অংশ নিরীহ মানুষ হওয়ায় জাতিসংঘ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে৷ নিরাপত্তা পরিষদের ১৫টি দেশই যৌথভাবে কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছে৷ পরিষদ সব পক্ষের উদ্দেশ্যে অবিলম্বে এবং সামগ্রিকভাবে জাতিসংঘের বিশেষ দূত কোফি আনান'এর ৬ দফা শান্তি পরিকল্পনা শান্তি মেনে চলার ডাক দিয়েছে৷ এই হামলার জন্য কে দায়ী, তা এখনো স্পষ্ট নয়৷

Cover Comic Bin Laden enthüllt

সিরিয়ার বিদ্রোহীরা শুক্রবার এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে৷ ‘সিরিয়ান ফ্রি আর্মি' বলেছে, ‘‘সিরিয়ার মানুষকে নৃশংস এই প্রশাসনের হাত থেকে রক্ষা করতে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসতে হবে৷ এক তদন্তকারী দল পাঠিয়ে বিশ্বকে জানতে হবে, নিরীহ মানুষের হত্যাকাণ্ডের জন্য কে দায়ী৷'' শুক্রবার জুম্মার নামাজের পর বিরোধী গোষ্ঠীগুলি দেশজুড়ে প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে৷

সিরিয়ার বিরোধী পক্ষ দেশে-বিদেশে আসাদ প্রশাসনের উপর চাপ বাড়িয়ে চলেছে৷ শুক্রবার জাপানের রাজধানী টোকিও'য় বিরোধী নেতা ও সিরিয়ান ন্যাশানাল কাউন্সিল'এর প্রধান বুরহান গালিউন সাংবাদিকদের বলেন, সিরিয়ার সরকার কোফি আনান'এর শান্তি পরিকল্পনা বানচাল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এবং এটা করতে সরকারই সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷ তিনি আরও বলেন, আসাদ সরকার আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এই সব কাজ করছে৷ সরকারের ঘনিষ্ঠ কিছু ব়্যাডিকাল গোষ্ঠী বৃহস্পতিবারের হামলা চালিয়েছে, যারা আল-কায়েদার সঙ্গে যুক্ত৷

গালিউন অবশ্য আনান'এর পরিকল্পনারও সমালোচনা করেন৷ তাঁর মতে, এই বোঝাপড়ার কাঠামো অত্যন্ত দুর্বল, এটি উপেক্ষা করাও অত্যন্ত সহজ৷ ফলে এই উদ্যোগ চ্যালেঞ্জের মুখে পড়েছে৷ সিরিয়ার সরকার যদি এভাবে সেই পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে চলে এবং সন্ত্রাসী ও বোমা হামলা চালিয়ে যায়, তাহলে আনান-পরিকল্পনার মৃত্যু ঘটবে, বলেন বুরহান গালিউন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (এএফপি, এপি, ডিপিএ)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য