ইউটিউবের চ্যানেল
৫ মে ২০১২হয়তো পথে চলতে চোখে পড়ল মজার কোনো ঘটনা৷ আর দেখা মাত্রই সেটা ভিডিও করে নিলেন নিজের ফোনে৷ হয়তো দেশে বা বিদেশে খুব অসাধারণ সুন্দর কোনো জায়গায় বেড়াতে গেলেন৷ নিজের চোখে দেখা সেই সুন্দর জায়গাগুলো হয়তো অন্যদের দেখানোর জন্য ভিডিও করে আপনি ছেড়ে দিলেন ইউটিউবে৷
আপনার মত দুনিয়ার কোটি কোটি মানুষও তাই করছে৷ ভাল লাগার বা মজার বা কৌতুককর কিছু ভিডিও করে ছেড়ে দিচ্ছে ইউটিউবে৷ শুধু তাই নয়, ইউটিউবে নিজের চ্যানেলও চালু করেছে পৃথিবীর বহু মানুষ৷ যে চ্যানেলের বরাত দিয়ে দেশে দেশে পৌঁছে যাচ্ছে নতুন বার্তা৷
ইলেকট্রনিক চ্যানেল ও ভিডিও চ্যানেলে সম্প্রচারের এই যুগে ইউটিউব এবার নিজেই নিয়ে আসছে আনকোরা তিনটি নতুন চ্যানেল৷ গত বুধবার রাতে এই ঘোষণা দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ৷
এই চ্যানেলগুলোর মধ্যে একটি হবে নারীদের জন্য৷ ‘ডব্লিউআইজিএস' নামের এই চ্যানেলের জন্যই বানানো হবে নাটক ও নতুন সব অনুষ্ঠান৷ এ চ্যানেলের নাটক ও ধারাবাহিক বানানোর জন্য ইতোমধ্যেই পাকা কথা হয়ে গেছে খ্যাতিমান পরিচালক রোদরিগো গার্সিয়া'র সঙ্গে৷ আর নাটকে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়ে গেছে জনপ্রিয় অভিনেত্রী ভার্জিনিয়া ম্যাডসেন, জুলিয়া স্টাইলস ও জেনিফার বিলস এর সাথে৷
আসন্ন অলিম্পিক খেলাকে কেন্দ্র করে আসছে ইউটিউবের আরেকটি চ্যানেল৷ যেটির নাম ‘টিমইউএসএ'৷ অ্যামেরিকার অলিম্পিক কমিটির সাথে মিলে যৌথভাবে চ্যানেলটি আনছে ইউটিউব৷ অতীত ও বর্তমানের অলিম্পিক খেলোয়াড়দের উপরে বিশেষ পরিবেশনা থাকবে চ্যানেলটিতে৷ সেই সঙ্গে থাকবে অলিম্পিকের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মুহূর্তের ফুটেজ৷
‘দি পিকচার শো' নামে তৃতীয় আরেকটি চ্যানেলও এ বছরই বাজারে আনবে ইউটিউব৷ ‘ট্রিবেকা ফিল্ম ফেস্টিভাল' এর আয়োজক বিশ্বখ্যাত কোম্পানি ‘ট্রিবেকা এন্টারপ্রাইজ' এর সাথে মিলে এই চ্যানেলটি করবে ইউটিউব৷
এখন আর শুধুই শখের ভিডিও নয়, ইউটিউব আপনাকে সরবরাহ করবে আনকোরা নতুন তথ্য৷ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এত সব কাণ্ড করার জন্য ২০০ মিলিয়ন ডলার বাজেট রেখেছে ইউটিউব৷
আপনি কি ভাবছেন, একেবারে বিনা লাভেই ইউটিউব এতো কিছু করছে! মোটেও নয়৷ নিজের পাতা এবং নিজের চ্যানেলগুলোতে আরো বেশি করে বিজ্ঞাপন টানতে-ই ইউটিউবের এই আয়োজন৷ কারণ যত বেশি বিজ্ঞাপন, তত বেশি টাকা৷
প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন