আহমেদাবাদে সন্ত্রাসী হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড
১৮ ফেব্রুয়ারি ২০২২গুজরাটের বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল শুক্রবার এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন পাবলিক প্রসেকিউটর অমিত পাতিল৷ ভারতে শুধু একটি মামলায় একসঙ্গে এতজনের মৃত্যুদণ্ডের রায় এবারই প্রথম৷ তবে আসামিরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি ক্ষমা প্রার্থনার সুযোগ পাবেন৷
২০০৮ সালের ২৬ জুলাই ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিভিন্ন স্থানে একের পর এক প্রায় ২০টি বোমা হামলার ঘটনা ঘটে৷ মোট ৭০ মিনিটের ঘটনায় প্রথম দফায় বাস, সাইকেল এবং গাড়িতে হামলা হয়৷ বেশিরভাগ আহতকে যে দুইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে সেখানেও হামলা চালায় সন্ত্রাসীরা৷ এতে মোট ৫৬ জন প্রাণ হারান, আহত হন ২০০ জনের অধিক৷বিচার চলাকালে পুলিশ এই ঘটনার জন্য ইন্ডিয়ান মুজাহিদীনকে দায়ী করে৷ ২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীরা এই হামলার পরিকল্পনা করে বলে আদালতকে জানায় তারা৷ গত ৮ ফেব্রুয়ারি আদালত অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন৷ এরমধ্যে ৩৮ জনকে শুক্রবার মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক৷
মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় এক হাজার ১০০ জনের বেশি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়৷ এই সময় অভিযুক্ত ৭৭ জনই জেলে বন্দি ছিলেন৷ তবে সিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ায় একজন পরবর্তীতে জামিন পান৷
এফএস/এসিবি (ডিপিএ, এএফপি)