ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে টাকা দিতে হবে: জার্মানি
২৩ জুন ২০২৩‘‘তারা যা ধ্বংস করেছে তা ঠিক করার জন্য টাকা দিতে হবে৷ এটাই আন্তর্জাতিক আইন,'' ডয়চে ভেলেকে বলেন স্ফেনিয়া শুলৎসে৷
লন্ডনে অনুষ্ঠিত ‘ইউক্রেন রিকভারি কনফারেন্স'-এ অংশ নেন তিনি৷ ৬০টির বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন৷
বৃহস্পতিবার সম্মেলন শেষে ৬০ বিলিয়ন ডলারের অঙ্গীকার পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য৷ এর মধ্যে ৫০ বিলিয়ন ডলার দিচ্ছে ইইউ৷ যুক্তরাষ্ট্র ১.৩ বিলিয়ন ডলার দেয়ার পরিকল্পনা করছে, যা ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো খাতে খরচ করা হবে৷ যুক্তরাজ্য ৩০৫ মিলিয়ন ডলার দিতে চেয়েছে৷ এছাড়া জার্মানি ত্রাণ সহায়তা হিসেবে ৩৮১ মিলিয়ন ইউরো দেয়ার ঘোষণা দিয়েছে৷
এছাড়া গুগল, সিমেন্স, ভোডাফোন, ভার্জিন গ্রুপ ও রোলস রয়েসসহ ৪২ দেশের প্রায় ৫০০ কোম্পানিও সহায়তার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি৷
ইউক্রেন পুনর্গঠনে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন বলে গত মার্চে জানিয়েছিল বিশ্বব্যাংক৷
জার্মানির উন্নয়ন বিষয়ক মন্ত্রী শুলৎসে বলেন, ইইউর সদস্য হতে আবেদন করেছে ইউক্রেন৷ সে কারণে দেশটিতে এখন বিনিয়োগ করা আকর্ষণীয় ব্যাপার, কারণ, ইউক্রেন সদস্যপদ পেলে বড় বাজার ধরার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা৷
ইউক্রেনে বিনিয়োগ করতে আগ্রহী কোম্পানিদের ঝুঁকি কমাতে কিছু নিশ্চয়তা দেয়া যায় কিনা, তা নিয়েও লন্ডন সম্মেলনে আলোচনা হয়েছে৷ নির্দিষ্ট কিছু শর্ত মানা জার্মান কোম্পানিগুলোর জন্য এ ধরনের ব্যবস্থা ইতিমধ্যে জার্মানিতে আছে বলে জানান শুলৎসে৷ ‘‘সেটা সফল হচ্ছে৷ অন্যদের জন্য তা উদাহরণ হতে পারে,'' বলে মনে করেন তিনি৷
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমেহাল সম্মেলনে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, ইউক্রেন পুনর্গঠনের কাজ শুরু হয়ে গেছে৷ ‘‘আমরা যুদ্ধ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি না,’’ বলেন তিনি৷
এদিকে, পুনর্গঠন কাজে রাশিয়ার জব্দ করা সম্পদ কাজে লাগানোর অনুমোদন দেয়ার আহ্বান জানিয়েছেন শিমেহাল৷
পরবর্তী ইউক্রেন রিকভারি কনফারেন্স ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত হবে৷
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)