ইউক্রেন যুদ্ধে ব্যর্থতা সত্ত্বেও পুটিন অবিচল
২০ ডিসেম্বর ২০২২আলোচনা বা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের কোনো ইঙ্গিত দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ বরং অধিকৃত অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরও জোরালো করার লক্ষ্যে পদক্ষেপের ডাক দিলেন তিনি৷ সেপ্টেম্বর মাসে ইউক্রেনের ডনিয়েৎস্ক, লুহানস্কসহ চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ডে অন্তর্গত করলেও সেখানকার পরিস্থিতি বেশ কঠিন বলে পুটিন দুশ্চিন্তা প্রকাশ করেন৷ অর্থাৎ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান' যে ভালোভাবে চলছে না, প্রকারান্তরে তা স্বীকার করে নিলেন তিনি৷ চলতি মাসের শুরুতেই পুটিন বলেছিলেন, যে যুদ্ধ দীর্ঘ প্রক্রিয়া হতে পারে৷
সোমবার রাশিয়ার নিরাপত্তা বাহিনী দিবস উপলক্ষ্যে পুটিন গোয়েন্দা সংস্থা এফএসবি-র উদ্দেশ্যে বিদেশ থেকে নতুন হুমকি ও দেশের মধ্যে বিশ্বাসঘাতকদের মোকাবিলা করতে রাশিয়ার সমাজের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন৷ তবে এ দিন বেলারুশ সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু প্রকাশ্যে ইউক্রেনের তেমন উল্লেখই করেন নি৷ বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকোর সঙ্গে আলোচনার পর দুই নেতা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার সুবিধা তুলে ধরেন৷ এর আগে মস্কোর পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধে বেলারুশের সক্রিয় অংশগ্রহণ সংক্রান্ত ‘গুজব' সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়৷ পুটিন বলেন, ‘‘রাশিয়ার কাউকেই শুষে নেবার আগ্রহ নেই৷ এমন পদক্ষেপের কোনো অর্থ হয় না৷''
ইউক্রেন যুদ্ধে পুটিন এমন অবাস্তব দাবি করলেও রাশিয়া বরং যুদ্ধ আরও ছড়িয়ে দিতে চাইছে বলে সন্দেহ বাড়ছে৷ মলদোভার গোয়েন্দা সংস্থা সোমবার জানিয়েছে, যে রাশিয়া সম্ভবত নতুন বছরে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলের উপর হামলার তোড়জোড় করছে৷ ইউক্রেনের দক্ষিণে অধিকৃত এলাকা থেকে এমন হামলা চালিয়ে স্থলপথে মলদোভার সেই অঞ্চল পর্যন্ত ‘ল্যান্ড করিডোর' গড়ে তোলার উদ্যোগ চলছে বলে গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে৷
এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি সোমবার রাতে তার ভিডিও বার্তায় বলেছেন, যে তিনি দ্রুত যুদ্ধ অবসানের লক্ষ্যে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরও অস্ত্রের অনুরোধ করেন৷ সেইসঙ্গে গোলাবারুদ ও ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর আরও পদক্ষেপও দেখতে চান তিনি৷ সোমবার কিয়েভের উপর রাশিয়া ২৮টি ড্রোন হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে৷ এর মধ্যে ২৩টি ধ্বংস করা সম্ভব হয়েছে৷
ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত ও সংলগ্ন এলাকায় রাশিয়া জোরালো হামলা চালিয়ে যাচ্ছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে৷ অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার সৈন্য ও সামরিক সরঞ্জামের উপর পালটা হামলা চালিয়ে যাচ্ছে৷ এমনকি সেই হামলায় দুটি হেলিকপ্টরও ধ্বংস হয়েছে৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)