ইউটিউবে সফল কয়েকজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের কথা
মার্কিন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স ওয়েবসাইট ‘সোশ্যাল ব্লেড’ বাংলাদেশের শীর্ষ ১০০ ইউটিউবারের তালিকা প্রকাশ করেছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের অন্যতম কন্টেন্ট পার্টনার ডেইলি স্টার সেরকম কয়েকজন পুরস্কৃতও করেছে৷ তাদের নিয়ে ছবিঘর৷
ফারজানা ড্রয়িং একাডেমি
মার্কিন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স ওয়েবসাইট ‘সোশ্যাল ব্লেড’ বলছে, বাংলাদেশে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকা ইউটিউব চ্যানেলের দ্বিতীয় স্থানে আছে এটি৷ ফারজানা আক্তারের এই চ্যানেলের সাবস্ক্রাইবার এক কোটি ১০ লাখের বেশি৷ পড়াশোনা শেষ করে নিজে কিছু করার তাগিদ থেকে স্বামীর অনুপ্রেরণায় ২০১৭ সালে ইউটিউবিং শুরু করেন৷ মাসে গড়ে ৭ থেকে ১০ হাজার ডলার আয় করা ফারজানা ইউটিউবিংকেই পেশা হিসেবে নিয়ে এগিয়ে যেতে চান৷
তন্নি আর্ট অ্যাণ্ড ক্রাফট
এটি ফারজানার বোন জিন্নাত সুলতানা তন্নির চ্যানেল৷ স্নাতকের ছাত্রী তন্বী বলেন, ‘‘বড় বোন ফারজানা আক্তারের সফলতা দেখে আমরা বাকি ৪ ভাই-বোন ইউটিউবিং শুরু করি৷ আমার বড় বোন মুক্তাও সেরা ১০০-র তালিকায় আছেন৷’’ মাসে ১২ থেকে ১৫ হাজার ডলার আয় করা তন্বী কন্টেন্ট ক্রিয়েশনকেই পেশা হিসেবে নিতে চান৷ তার সাবস্ক্রাইবার ৯০ লাখের বেশি৷
কুটি বাড়ি
পরিত্যক্ত এবং ফেলে দেওয়া সামগ্রী দিয়ে হস্তশিল্পের বিভিন্ন কাজ করেন নরসিংদীর বাসিন্দা সুমন শিকদার৷ ‘সোশ্যাল ব্লেড’ এর তৈরি বাংলাদেশের শীর্ষ ১০০ ইউটিউবারের তালিকায় ‘কুটি বাড়ি’ও আছে৷ সাবস্ক্রাইবার প্রায় ৩৫ লাখ৷ সুমন শিকদার বলেন, ‘‘অনেক ছোটকাল থেকেই আমি রাস্তায় যা পেতাম, সেগুলো কুড়িয়ে এনে অনেক কিছু বানাতাম৷ এটা ছিল আমার নেশার মতো৷’’
কী, কেন, কীভাবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর করা মেহেদি হাসান তার চ্যানেলে বিভিন্ন বিষয়ে তথ্য ও বিশ্লেষণ করে থাকেন৷ ‘‘ছোটবেলা থেকেই আমি প্রচুর তথ্যচিত্র দেখতাম৷ একটা সময়ে খেয়াল করলাম, বাংলা ভাষায় তেমন মানসম্পন্ন কোনো তথ্যচিত্র নেই৷ এ ভাবনা থেকেই আমার চ্যানেলের যাত্রা শুরু ২০১৭ সালে৷’’ সাবস্ক্রাইবার ৩০ লাখের উপরে৷
তালুকদার একাডেমি
২০২০ সালে করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরপরই এই চ্যানেল শুরু করেন জাহিদুল ইসলাম তালুকদার৷ তিনি বলেন, ‘‘আমি আসলে অনেক আগে থেকেই টিউশনি করাতাম৷ যতটুকু জানি, আমার বুঝানোর পদ্ধতি ভালো৷ তাই ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল বিষয়ে আমি ইউটিউবে সহজভাবে পড়ানো শুরু করি৷ এক্ষেত্রে আমার শিক্ষক বাবা সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন৷’’
পিনিকপাই
তথ্যভিত্তিক এই চ্যানেলটি ফাল্গুনি বৃষ্টির৷ পাঠক্রমের অংশ হিসেবে ভিডিও তৈরি করা থেকেই এই চ্যানেলের যাত্রা শুরু বলে জানান তিনি৷ ‘‘আমার ভিডিওগুলো থেকে মানুষ মজার ছলে জ্ঞান অর্জন করতে পারবে৷ এর জন্য আমাকে অনেক পড়াশোনাও করতে হয়৷’’ কন্টেন্ট ক্রিয়েশন এখন অন্যতম সেরা একটি পেশা হতে পারে বলে মনে করেন বৃষ্টি৷
পাগলা ডিরেক্টর
জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরার (কাইশ্যা নামেও পরিচিত ছিলেন) কৌতুকের বাংলা ডাবিং ইউটিউবে প্রকাশ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মোর্শেদ সুজন৷ তিনি বলেন, ‘‘আমরা ভাই-বোনেরা ছোট থেকেই অনেক মজা করতাম, সেই থেকেই আমরা এখন স্ক্রিপ্ট করে বিভিন্ন আইডিয়া নিয়ে ভিডিও বানাই৷’’ পাগলা ডিরেক্টর চ্যানেলের সাবস্ক্রাইবার ৩২ লাখের বেশি৷ বাংলাদেশে একজন সফল ইউটিউবার হয়ে ওঠার যথেষ্ট সুযোগ আছে বলে মনে করেন সুজন৷
সেরা কনটেন্ট ক্রিয়েটরের পুরস্কার যারা পেয়েছেন
ডেইলি স্টারের স্বীকৃতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটররা হলেন তথ্যচিত্র ক্যাটাগরিতে মোহসীন উল হাকিম, শিক্ষায় আয়মান সাদিক, বিনোদনে ‘শেহওয়ার ও মারিয়া’, খেলায় ‘ক্রিকেট গুরুকুল’, স্বাস্থ্য ও সুস্থতায় ‘দ্য বিগ কনটেন্ট লিমিটেড’, শিশু ক্যাটাগরিতে ‘বাপ কা বেটা’, ট্রাভেল ভ্লগে ‘নাদির অন দ্য গো–বাংলা’, অ্যানিমেশনে ‘শামীমা শ্রাবণী’, খাবার ও রেসিপিতে ‘রাফসান দ্য ছোট ভাই’ ও সোশ্যাল কজে ‘ফ্রি মোশন বাই ফিরোজ হাসান’৷