ইউরোপের কোন দেশে কত তরুণ বেকার?
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইউরোপেও বেকারের সংখ্যা কম নয়৷ ছবিঘরে দেখে নিন, ইউরোপের বিভিন্ন দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণদের মধ্যে বেকারের সংখ্যা কত৷
সবচেয়ে কম জার্মানিতে
তরুণদের মাঝে বেকারত্বের হার সবচেয়ে কম জার্মানিতে৷ ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা বলছে, ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে তরুণদের মাঝে বেকারত্বের হার ছিল শতকরা ছয় ভাগ৷
চেক প্রজাতন্ত্র
সবচেয়ে কম তরুণ বেকার থাকা দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ পাহাড়ের দেশ চেক প্রজাতন্ত্র৷ দেশটিতে তরুণদের মাঝে বেকারত্বের হার ছয় দশমিক এক ভাগ, যা জার্মানির চেয়ে মাত্র শুন্য দশমিক এক ভাগ বেশি৷
নেদারল্যান্ডস
কম তরুণ বেকার আছেন, এমন দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস৷ স্ট্যাটিস্টা বলছে, ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে তরুণদের মাঝে বেকারত্বের হার ছিল ছয় দশমিক পাঁচ ভাগ৷
সবচেয়ে বেশি গ্রিসে
তালিকায় সবচেয়ে পেছনে রয়েছে দ্বীপ রাষ্ট্র গ্রিস৷ দেশটিতে শতকরা ৩৯ দশমিক এক ভাগ তরুণ বেকার৷
ইটালি
তরুণদের মাঝে সবচেয়ে বেশি বেকারত্বের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের প্রবেশদ্বার নামে পরিচিত ইটালি৷ গবেষণা সংস্থাটি বলছে, এ দেশটিতে তরুণদের মাঝে বেকারত্বের হার শতকরা ৩৩ ভাগ৷
স্পেন
সবচেয়ে বেশি তরুণ বেকার এমন দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে পশ্চিম ইউরোপের দেশ স্পেন৷ স্ট্যাটিস্টা বলছে, উল্লেখিত সময় পর্যন্ত স্পেনের তরুণদের মাঝে বেকারত্বের হার ছিল ৩২ দশমিক ছয় ভাগ৷