ইউরোপের সবচেয়ে উৎসবমুখর শহরগুলো
বড়দিন আসতে আর বেশি দিন বাকি নেই৷ ইউরোপ জুড়ে উৎসবের আলো সড়কগুলোকে আলোকিত করে তুলছে৷ বিশেষ সুন্দরভাবে সাজিয়ে তোলা ইউরোপের ১০টি শহর দেখুন এই ছবিঘরে৷
ভিয়েনা, অস্ট্রিয়া
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাস্তা এবং চত্বরগুলো ঝলমলে আলোয় আলোকিত হয়ে উঠেছে৷ ছুটির দিন তো বটেই, প্রতিদিনই সন্ধ্যার পর ভিয়েনা পরিণত হচ্ছে উৎসবের নগরীতে৷ ছবিতে দেখা যাচ্ছে শপিং স্ট্রিট- ভিয়েনা গ্রাবেন৷
প্রাগ, চেক প্রজাতন্ত্র
প্রাগ শহরের কেন্দ্রস্থলে শোভা পাচ্ছে একটি বিশালাকৃতির আলো ঝলমলে ক্রিসমাস ট্রি৷ ঐতিহ্য অনুযায়ী অবশ্য বড়দিনের আগের দিন সকাল পর্যন্ত গাছগুলোকে সাজানোর কথা না৷ শহরজুড়ে বিভিন্ন স্থানে ক্রিসমাস মার্কেট গড়ে উঠেছে৷ তাতে বিক্রি হচ্ছে নানা রকমের ঐতিহ্যবাহী চেক পণ্য, যেমন চিনির গুড়ায় আচ্ছাদিত একটি প্যাস্ট্রি- ট্রডেলনিক৷
কোপেনহেগেন, ডেনমার্ক
কোপেনহেগেনের বিশ্ববিখ্যাত বিনোদন পার্ক টিভোলি গার্ডেনস বছরজুড়ে সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে৷ তবে ক্রিসমাসের সময় কোপেনহেগেন আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে৷ পুরো পার্কটি নানা আলোতে সেজে ওঠে৷ সান্তা ক্লজ এবং তার রেইনডিয়ারও পরিদর্শন করেন বড় ক্রিসমাস মার্কেট৷
পালমা, স্পেন
জার্মান অবকাশ যাপনকারীদের জন্য ইউরোপের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মায়োর্কা৷ ভূমধ্যসাগরের এই দ্বীপ নিজেকে প্রাক-ক্রিসমাস জাঁকজমকে সাজিয়ে তুলেছে৷ পালমা ক্যাথিড্রালের সামনে বসানো হয়েছে ২৭ মিটার উঁচু ক্রিসমাস ট্রি৷ দ্বীপটির রাজধানীর ৪১৫ কিলোমিটার রাস্তাকে সাজানো হয়েছে চার হাজারের বেশি আলোকসজ্জায়৷
বাসেল, সুইজারল্যান্ড
শত শত স্টল এবং অগণিত আলো বাসেলকে ইউরোপের সবচেয়ে সুন্দর ক্রিসমাস শহরগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে৷ পুরাতন শহরের মনোরম কেন্দ্র বারফ্যুসারপ্লাৎস এর ক্রিসমাস মার্কেট সবসময়ই পর্যটক ও স্থানীয়দের প্রলুব্ধ করে তুলছে নানা কিছু কিনতে৷
কাটোভিৎসে, পোল্যান্ড
কাটোভিৎসে এর মার্কেট চত্বরেও সেজে উঠেছে বিশাল এক ক্রিসমাস ট্রি৷ চেয়ার সুইং রাইড, ফেরিস হুইল এবং আইস রিংক এর মতো আকর্ষণীয় কর্মকাণ্ড তরুণ এবং বৃদ্ধ সব বয়সের মানুষদেরই আনন্দ দিচ্ছে৷
বুদাপেস্ট, হাঙ্গেরি
বড়দিনের মরসুম দেখার জন্য হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট একটি দারুণ সময়৷ শহরটিতে ছোট-বড় দুই ধরনের ক্রিসমাস মার্কেটই রয়েছে৷ যেমন সেন্ট স্টিফেন ব্যাসিলিকার সামনের মার্কেটটি ছোট৷ কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী বাজারটি অবস্থিত ভ্যোরোসমার্টি চত্বরে৷ এটিতে ১০০টিরও বেশি স্টল রয়েছে, যার মধ্যে কোনো কোনোটিতে ঐতিহ্যবাহী হাঙ্গেরিয়ান হস্তশিল্প বিক্রি করা হয়৷
স্টকহোম, সুইডেন
গামলা স্তানের ওস্টারলাংগাটানের মতো স্টকহোমের ঐতিহাসিক কেন্দ্রের মনোরম গলি ক্রিসমাসের শীতের সন্ধ্যায় উজ্জ্বল হয়ে ওঠে৷ স্কানসেন ওপেন-এয়ার মিউজিয়ামের ঐতিহ্যবাহী বাজারে দর্শনার্থীরা নিজেরাই মোমবাতি তৈরি করতে পারেন৷ চাইলে মশলাযুক্ত ওয়াইন গ্ল্যোগ এবং আদা কুকি খেয়ে শীতের মধ্যে উষ্ণতা উপভোগ করতে পারেন৷
লন্ডন, যুক্তরাজ্য
লন্ডনের ট্রাফালগার চত্বরে প্রতি বছর একটি নরওয়েজিয়ান ক্রিসমাস ট্রি আলোয় সাজিয়ে তোলা হয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির নরওয়ে দখলের সময় ব্রিটিশ সমর্থনের কৃতজ্ঞতাস্বরূপ অসলোর পক্ষ থেকে এটি উপহার হিসাবে দেয়া হয়েছিল৷
ব্রাসেলস, বেলজিয়াম
গ্র্যান্ড প্লেস এবং শহরের অন্যান্য চত্বরে রঙিন ক্রিসমাস মার্কেট বেলজিয়ামের রাজধানীকে শীতকালীন রূপকথার জগতে পরিণত করে৷ কয়েকশ ছোট কাঠের কুঁড়েঘর এবং হাজার হাজার আলো উৎসবের মেজাজ তৈরি করে৷
রোভানিয়েমি, ফিনল্যান্ড
সান্তা ক্লজের গ্রাম নামে পরিচিত ফিনল্যান্ডে তুষারময় রোভানিয়েমির চেয়ে বেশি ক্রিসমাসের আকর্ষণ বোধ হয় বিশ্বের অন্য কোনো শহরে পাওয়া যাবে না৷ পর্যটকরা এখানে সুমেরুবৃত্ত অতিক্রম করতে পারেন৷ এই বৃত্ত এই গ্রামের মধ্য দিয়ে চলে গেছে৷ বাতিঘরগুলো সুমেরুবৃত্তকে চিহ্নিত করেছে৷ লোককথায় কথিত রয়েছে, এইসব বাতিঘর সান্তাকে আবার বাড়ি ফেরার পথ খুঁজে পেতে সাহায্য করে৷
সোফি ডিসেমন্ড, মার্টিন কখ/এডিকে