ইউরো ২০১২
৭ মে ২০১২জার্মান জাতীয় ফুটবলের দলের কোচ ইওয়াখিম ল্যোভ আবার সবাইকে অবাক করলেন৷ তারুণ্যের পুজারি হিসেবে তাঁর পরিচয় পাওয়া গিয়েছিল গত বিশ্বকাপের সময়েই, যখন তিনি গোটা টিমকে ঢেলে সাজিয়ে তরুণ খেলোয়াড়ে ভরে দিয়েছিলেন৷ সমালোচকদের মুখ বন্ধ করে সেই দল তৃতীয় স্থান অধিকার করে৷ এবার আসন্ন ‘ইউরোপীয় বিশ্বকাপ'এও আবার সেই চমক দেখার আশায় রয়েছে জার্মানির ফুটবলপ্রেমীরা৷
মার্ক আন্দ্রে টেয়ার স্টেগেন ও ইয়ুলিয়ান ড্রাক্সলার – এই দুই তরুণ ফুটবলার জার্মান জাতীয় দলে স্থান পাচ্ছেন বলে মনে হচ্ছে৷ অন্তত প্রাথমিক তালিকায় তাদের নাম উঠে এসেছে৷ সোমবার ল্যোভ ২৭ জনের এই তালিকা পেশ করেছেন৷ আগামী ২৩শে মে'র মধ্যে তাঁকে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, যাতে স্থান পাবেন ২৩ জন খেলোয়াড়৷ কেউ যাতে নিজের অংশগ্রহণ সম্পর্কে নিশ্চিত হয়ে না পড়ে, তা সাফ জানিয়ে দিয়েছেন ল্যোভ৷ বলেছেন, প্রত্যেক খেলোয়াড়কে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার জন্য লড়াই করতে হবে৷ তিনি যে সত্যি প্রায় ‘নির্মমভাবে' খেলোয়াড় বাছাই করছেন, তার পরিচয় প্রথম তালিকাতেই পাওয়া গেছে৷ ৩ জনকে বাদ দিয়েছেন ল্যোভ, আরেক জন প্রায় নিশ্চিত থেকেও টিমে স্থান পান নি৷
যাই হোক, সবার নজর আপাতত স্টেগেন ও ড্রাক্সলার'এর দিকে৷ মাত্র ১৮ বছর বয়স্ক ড্রাক্সলার শালকে টিমের খেলোয়াড় বটে, কিন্তু এখনো ক্লাবের ‘এ টিম'এ জায়গা পান নি৷ স্টেগেন গোলকিপার হিসেবে মানুয়েল নয়ার'এর বিকল্প হয়ে উঠতে পারেন৷ অন্তত ল্যোভ'এর হাতে একাধিক গোলকিপার থাকবে৷
এদিকে এবারের ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার উপর রাজনীতির যে কালো ছায়া বিরাজ করছে, তা দূরে সরিয়ে রাখতে পারছে না জাতীয় টিমগুলোও৷ যুগ্ম আয়োজক দেশ ইউক্রেনের কারাবন্দি বিরোধী নেত্রী ইয়ুলিয়া টিমোশেঙ্কো'র প্রতি সরকারে আচরণের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে ইউরোপ জুড়ে৷ জার্মানির ফুটবল কোচ ইওয়াখিম ল্যোভ'কেও এবিষয়ে মুখ খুলতে হয়েছে৷ সোমবার তিনি বলেন, মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতির নিন্দাও করেন৷ শুধু তিনি নয়, দলের খেলোয়াড়রাও এবিষয়ে মুখ খুলতে পারেন বলে জানান ল্যোভ৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ