ইউরো ২০২৪ এর প্রথম রাউন্ডের কিছু স্মরণীয় মুহূর্ত
ইউরো ২০২৪ এর প্রথম রাউন্ড শেষ হয়েছে৷ শনিবার শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই৷ তার আগে প্রথম রাউন্ডের কিছু স্মরণীয় মুহূর্ত দেখে নিন ছবিঘরে৷
আজীবনের জন্য সেলফি
পর্তুগাল-তুরস্ক ম্যাচের ৬৯ মিনিটের সময় মাঠে ঢুকে পড়েছিল ১০ বছরের বেরাত৷ এরপর রোনালদোর সঙ্গে সেলফি তোলে সে৷ ‘‘আমার স্বপ্ন সত্যি হলো,’’ পরে সাক্ষাৎকারে জানিয়েছে বেরাত৷ ‘‘আমার এখন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছবি আছে৷ এটা টি-শার্টে তুলে সেটা আমার ঘরে টাঙিয়ে রাখবো৷’’
খাবার দিয়ে তুলনা
সুইজারল্যান্ডের এক সমর্থকের হাতে ধরা কাগজে লেখা কারিভুয়র্স্টের চেয়ে রাকলেট ভালো৷ রাকলেট হলো সুইসদের প্রিয় খাবার৷ আর জার্মানদের প্রিয় খাবার কারিভুয়র্স্ট৷ বুঝতেই পারছেন, সুইজারল্যান্ড বনাম জার্মানি ম্যাচের জন্য এই কাগজ নিয়ে যাওয়া হয়েছিল৷ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে৷
চুলের আর্টটা সত্যিই দারুণ
ডাট স্ট্রাইকার ডেপাইের মাথা এটি৷ সাদা ব্যান্ডটিতে লেখা ছিল ‘হু কেয়ারস’৷ তার এমন ব্যান্ডের পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে৷ তবে তার চুলে যে আর্টের দেখা পাওয়া যাচ্ছে সেটি যে দারুণ হয়েছে সে বিষয়ে মোটামুটি সবাই একমত হয়েছেন৷
গির্জায় ফুটবলের ছোঁয়া
গেলজেনকিয়র্শেনের এক গির্জায় ফুলের টবে জার্মানি ও সুইজারল্যান্ডের পতাকা দেখা যাচ্ছে৷ প্রতিটি ম্যাচের আগে এভাবে গির্জা সাজানো হচ্ছে৷ ইউরো ২০২৪ শুরু উপলক্ষ্যে বিশেষ প্রার্থনারও ব্যবস্থা করা হয়েছিল৷ এরপর গির্জায় আগত ব্যক্তিদের খাবার-পানি দিয়ে আপ্যায়ন করা হয়৷
বলের পেছনে কার মুখ?
নেদারল্যান্ডস-ফ্রান্স ম্যাচের সময় তোলা ছবি৷ বল দিয়ে পুরো মুখ ঢেকে গেছে৷ বলের পেছনে ফ্রান্সের ডিফেন্ডার টেও অ্যারনান্দেজের মুখখানা যেন লুকিয়ে আছে৷
ইউক্রেন যুদ্ধের ছায়া
ইউরো ২০১২র জন্য ইউক্রেনের খারকিভে স্টেডিয়াম বানানো হয়েছিল৷ ২০২২ সালের রাশিয়ার হামলায় স্টেডিয়ামটি ক্ষতিগ্রস্ত হয়৷ সেখানকার কিছু আসন মিউনিখে নিয়ে আসা হয়েছিল৷ এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ ইউক্রেনের সাবেক স্ট্রাইকার শেভচেঙ্কোকে এই আসনগুলো নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে৷
মাঠে ঢুকে সেলফি তোলার হিড়িক
প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়ার ঘটনা কয়েকবার ঘটেছে৷ ছবিতে ফ্রান্সের গ্রিজমানের সঙ্গে একজনকে সেলফি তুলতে দেখা যাচ্ছে৷ তবে এই ঘটনাটি ম্যাচ চলার সময় নয়, শেষে ঘটেছে৷
পতাকার রংয়ে মাস্কে এমবাপে
প্রথম ম্যাচে নাকে ব্যথা পাওয়ার পর ট্রেনিংয়ে ফ্রান্সের পতাকার রংয়ের মাস্ক পরেছিলেন এমবাপে৷ কিন্তু উয়েফার নিয়মের কারণে সেই মাস্ক পরে তার মূল ম্যাচ খেলা সম্ভব ছিল না৷ নিয়মে বলা হয়েছে চিকিৎসা উপকরণ ‘অবশ্য়ই এক রংয়ের হতে হবে এবং সেটিতে কোনো দল ও প্রতিষ্ঠানের পরিচিতি থাকতে পারবে না’৷
বাবা-মেয়ের গর্বিত মুহূর্ত
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে ইউরো ২০২৪ শুরু করেছে জার্মানি৷ স্ট্রাইকার ফ্যুলক্রুগ জার্মানির একটি গোল করেছিলেন৷ ম্যাচ শেষে মেয়ে এমিলিয়ার সঙ্গে উৎসব করেন তিনি৷ পরে সংবাদ সম্মেলনে বলেন, ‘‘এগুলো এমন ছবি যা আমার সঙ্গে সারাজীবন থাকবে৷’’