1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইকোলাই প্রকোপ কমে আসার সুখবর জানালো জার্মানি

৯ জুন ২০১১

জার্মানিতে ইকোলাই জীবাণুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে৷ তবে এই জীবাণুতে আক্রান্ত হওয়ার ঘটনা এখন কমে আসছে বলে জানা গেছে৷ এদিকে জার্মানির ভুলে, স্প্যানিশ সব্জির যে দুর্নাম হয়েছে -তা পুষিয়ে দেবে জার্মানি৷

https://p.dw.com/p/11XZn
বিনামূল্যে সবজি বিতরণ করা হচ্ছে মাদ্রিদেছবি: AP

গত মে মাসে হঠাৎ করে জার্মানিতে ইকোলাই জীবাণুর আক্রমণ শুরু হয়৷ এখন পর্যন্ত এই জীবাণুতে আক্রান্ত হয়ে ২৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ এছাড়া আরও অনেক মানুষ এখনও আক্রান্ত হচ্ছে এই রহস্যময় জীবাণুতে৷ জার্মানির রবার্ট কখ ইন্সটিটিউট আজ বৃহস্পতিবার জানিয়েছে যে, এখন পর্যন্ত ২,৮০৮ জন আক্রান্ত হয়েছে এ জীবাণুতে৷ তাদের মধ্যে ৭২২ জনের অবস্থা আশঙ্কাজনক৷ এছাড়া বৃহস্পতিবার আরও ১৬০ জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রবার্ট কখ ইন্সটিটিউট৷

জার্মান কর্তৃপক্ষের অবশ্য দাবি যে, আগের চেয়ে এখন অনেক কম মানুষই ইকোলাই জীবাণুতে আক্রান্ত হচ্ছে৷ ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানিয়েছে, জার্মানির বাইরে আরও অনেক দেশে এই জীবাণু ছড়িয়ে পড়েছে৷ ইইরোপের আরও ১২টি দেশের ৯৭ জন এই জীবাণুর শিকার হয়েছে৷ এছাড়া, ইকোলাই জীবাণু অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যামেরিকায় তিন ব্যক্তিকে আক্রমণ করেছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

NO FLASH EHEC Tests im Südwesten
ইকোলাই ভাইরাসের উৎসের খোঁজ চলছেছবি: picture-alliance/dpa

গত মে মাসে এই জীবাণু ছড়িয়ে পড়ার পর প্রথম সন্দেহ করা হয়েছিল যে স্পেন থেকে আসা শসা এবং লেটুসপাতাতেই বুঝি এর উৎপত্তি৷ জার্মান কর্তৃপক্ষের সতর্কতার পর টন টন সব্জি নষ্ট করা হয়৷ আর তাতে, মাথায় হাত দেয় স্প্যানিশ ব্যবসায়ীরা৷ কারণ স্পেনের সব্জি রপ্তানির শতকরা ২৫ ভাগ আসে জার্মানিতে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে জার্মানির সেই সন্দেহ ছিল ভুল৷ কিন্তু ক্ষতি যা হওয়ার তা-তো হয়েই গেছে৷ এই নিয়ে আজ জার্মান সরকারের সঙ্গে বৈঠক করেন স্পেনের ইউরোপ বিষয়ক মন্ত্রী দিয়েগো লোপেজ গারিদো৷ বৈঠক শেষে তিনি জানান, জার্মান সরকার স্প্যানিশ সব্জির এই ক্ষতি পুষিয়ে দিতে রাজি৷তিনি বলেন, তারা এজন্য সব্জির বিক্রি বাড়াতে সহায়তা করবে৷ শুধু তাই নয়, মন্ত্রী গারিদো জার্মান সরকারের সেই ভূল সতর্কবার্তাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন৷

উল্লেখ্য, ইউরোপীয় কমিশন ইউরোপের সব্জী চাষীদের জন্য ক্ষতিপুরণের পরিমাণ ১৫০ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ২১০ মিলিয়ন করেছে ইতিমধ্যেই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য