ইউরোপের অর্থনীতি
২৪ এপ্রিল ২০১৩রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ইটালিতে সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে৷ ফলে ইউরোপের পুঁজিবাজার সোমবার কিছুটা চাঙ্গা হয়ে উঠেছিল৷ জাতীয় ঐক্য সরকার গঠন করা সম্ভব হলে ইটালির আর্থিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা কেটে যাবে বলে বাজার আশা করছে৷ দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মারিও মন্টি যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন, তা দেশের মধ্যে জনপ্রিয় না হলেও বাজারকে আশ্বস্ত করেছিল৷ ৮৭ বছরের প্রেসিডেন্ট নাপোলিটানো দ্বিতীয় বার নির্বাচিত হয়ে সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেছেন, দেশের স্বার্থে অচলাবস্থা কাটিয়ে গ্র্যান্ড কোয়োলিশন সরকার গঠন করতে হবে৷ কারণ অনেক গুরুত্বপূর্ণ কাজ অপেক্ষা করছে৷ বাকি ইউরোপও এক্ষেত্রে অগ্রগতির জন্য অপেক্ষা করছে৷ কারণ ইটালির ভাগ্যও গোটা ইউরো এলাকার সঙ্গে একই সূত্রে বাঁধা৷
এদিকে ইউরো এলাকা সম্পর্কে একাধিক পূর্বাভাষ পাওয়া যাচ্ছে, যার মধ্যে কিছু পরস্পর-বিরোধী৷ যেমন একদিকে ক্রেতা ও ভোক্তাদের আস্থার সূচক এপ্রিল মাসে বেড়ে গেছে৷ অন্যদিকে লন্ডনের এক গবেষণা সংস্থার সূত্র অনুযায়ী এপ্রিল মাসেও ইউরো এলাকায় মন্দা কাটে নি৷ ২০১২ সালে স্পেন ও গ্রিসের বাজেট ঘাটতির মাত্রা ছিল প্রায় ১০ শতাংশ৷ রয়টার্সের এক জরিপ অনুযায়ী গ্রিস, পর্তুগাল ও স্পেনের বিপর্যস্ত অর্থনীতি চলতি বছরেও প্রবৃদ্ধির বদলে সংকোচনের মুখ দেখবে৷ বাড়বে বেকারদের সংখ্যাও৷ স্পেনের অর্থনীতি মন্ত্রীও একই আশঙ্কা প্রকাশ করেছেন৷ শুধু আয়ারল্যান্ড আবার সামান্য হলেও কিছুটা প্রবৃদ্ধির আশা করছে৷
একের পর এক বিচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও সমস্যার মূলে আঘাত করতে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন বলে মনে করেন ইউরোপের অনেক নেতা৷ যেমন জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল সোমবার বলেছেন, বৃহত্তর স্বার্থে ইউরো এলাকার সদস্যদের আরও সার্বভৌমত্ব ছাড়তে হবে৷ ইউরোপীয় প্রতিষ্ঠানগুলির হাতে আরও ক্ষমতা তুলে না দিলে বর্তমান সংকট কাটবে না৷ প্রতিটি দেশের ভিন্ন ভিন্ন ব্যবস্থার ফলে সমস্যা থেকেই যাচ্ছে৷ শ্রমবাজার ও সামাজিক সুরক্ষা কাঠামোর মতো ক্ষেত্রে সাধারণ নীতির প্রয়োজন রয়েছে৷ তবে জার্মানি একা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, এই অভিযোগ উড়িয়ে দেন ম্যার্কেল৷
এসবি/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)