ফেডেরার-মারে
৭ জুলাই ২০১২যদি ফেডেরার জেতেন তাহলে তিনি পিট স্যাম্প্রাসের সাতবার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন৷ সেইসঙ্গে দুই বছর বিরতির পর আবারও ব়্যাংকিং এর শীর্ষে ফিরে যাবেন৷
আর মারে'র ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, তিনি যদি চ্যাম্পিয়ন হন তাহলে তিনিই হবেন ৭৬ বছর পর উইম্বলডন জয়ী প্রথম কোনো ব্রিটিশ৷
টেনিস জগতের অন্যতম মর্যাদাকর এই টুর্নামেন্টটি ব্রিটেন আয়োজন করলেও গত প্রায় ৭৪ বছর ধরে ঘরের কোনো খেলোয়াড় তার ফাইনালেই উঠতে পারেননি৷ ব্রিটিশদের সেই দু:খ শুক্রবার মোচন করে দিয়েছেন মারে৷ তাইতো তাঁকে নিয়ে এখন চলছে বন্দনা সংগীত৷
শনিবারের সব কয়টি ব্রিটিশ দৈনিকের প্রথম পাতায় ছাপা হয়েছে মারের হাসিমুখ ছবি৷ এমনকি অর্থনীতি বিষয়ক পত্রিকা ‘ফিন্যান্সিয়াল টাইমস'এও!
‘দ্য টাইমস' পত্রিকা বলছে, ফাইনালে উঠেই মারে অভিনন্দন পাওয়ার চেয়েও বড় কিছু করে ফেলেছেন৷ ফাইনালে তাঁর জন্য শুভকামনা জানিয়েছে পত্রিকাটি৷
‘দ্য ডেইলি টেলিগ্রাফ' লিখেছে, মারে ক্রীড়াজগতের অন্যতম পুরনো একটি অভিশাপ দূর করে দিয়েছেন৷ এর মাধ্যমে পত্রিকাটি ব্রিটিশদের ৭৪ বছরের অপেক্ষাকেই বোঝাতে চেয়েছে৷
‘দ্য গার্ডিয়ান' বলছে, মারে স্বর্গের কাছ থেকে এখন মাত্র এক পা দূরে আছেন৷
তবে এসব প্রশংসায় গা ভাসিয়ে দিচ্ছেন না মারে৷ তিনি বলছেন, ফাইনালে জেতাটা তাঁর জন্য মোটেও সহজ হবে না৷ যদিও ফেডেরারের সঙ্গে ১৫ খেলায় মারেরই জয়ের সংখ্যা বেশি৷ তিনি জিতেছেন আটবার৷ আর ফেডেরার সাতবার৷
তবে এর আগে দুটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই খেলোয়াড়৷ তাতে দুবারই জয়ী হয়েছেন ফেডেরার৷
মারে নিজেই স্বীকার করেছেন, ফাইনালে তিনি ‘আন্ডারডগ'৷ একমাত্র নিজের ‘পারফেক্ট' খেলাই তাঁকে জেতাতে পারে বলে মন্তব্য করেন তিনি৷
জেডএইচ / এএইচ (এএফপি)