1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইদে বায়তুল মুকাররমে ছয়টি জামাত

৩০ জুলাই ২০২০

করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণে সুবিধা তৈরির জন্য এবারের পবিত্র ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ছয়টি ইদের জামাত অনুষ্ঠিত হবে৷ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন৷

https://p.dw.com/p/3g9Xt
Bangladesch Eid Muslime im Gebet
ছবি: DW/S. Hossain

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ জিলহজ ১৪৪১ হিজরি অনুসারে ১ আগস্ট শনিবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়৷ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান প্রথম জামাতের নামায পড়াবেন৷

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৫০ টায়৷ মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী পড়াবেন দ্বিতীয় জামাতের নামায৷ এরপর ৮:৪৫টা, ৯:৩৫টা, ১০:৩০টা ও ১১:১০টায় আরো চারটি জামাত হবে৷ মাওলানা এহসানুল হক, মাওলানা মহিউদ্দিন কাসেম, মাওলানা ওয়ালিয়ুর রহমান খান ও মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া বাকি জামাতগুলোর নামায পড়াবেন৷

ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারাদেশে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ইদের নামায অনুষ্ঠিত করতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে৷

জেডএ/কেএম (ইসলাফিক ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য