ইন্দোনেশিয়ার ভক্তরা আবারো দেখতে পাবে হ্যারি পটার
২২ জুলাই ২০১১স্টুডিওর বয়কট সমস্যার সমাধান করতে পেরেছে কর্মকর্তারা৷ ফলে হ্যারি পটার দেখার সুযোগ সৃষ্টি হয়েছে তাদের জন্যে৷
দীর্ঘ পাঁচ মাস ধরে চলে স্টুডিওগুলোর বয়কট পদক্ষেপ৷ ফলে হ্যারি পটার সহ বেশ কতগুলো ব্লকবাস্টার ছবি দেখতে পারেনি ইন্দোনেশিয়ার মানুষ৷
ইন্দোনেশিয়ার সিনেমা কোম্পানিগুলোর ইউনিয়ন প্রধান জনি জাফরুদ্দিন বলেছেন, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ - পার্ট টু এবং কুং ফু পান্ডা ছবি শেষ পর্যন্ত প্রদর্শিত হতে যাচ্ছে৷ হ্যারি পটার ইন্দোনেশিয়াতে এতোটাই জনপ্রিয় যে, হাজার হাজার ভক্ত টুইটারে জাদুর খেলা কুইডিচ খেলে থাকে৷
নতুন হ্যারি পটার ম্যুভি ইতোমধ্যেই বক্স অফিসকে জাদু করে ফেলেছে৷ উদ্বোধনী দিনেই বিশ্বব্যাপী এই ছবি আয় করেছে, ৪৩.৬ মিলিয়ন ডলার৷ যুক্তরাষ্ট্রে আগাম টিকেটও বিক্রি হয়েছে রেকর্ড সংখ্যক৷ মোট আন্তর্জাতিক বক্স অফিস থেকে রোজগার শতকরা ৬৫ ভাগ এসেছে থ্রিডি স্ক্রিন থেকে৷ যা থ্রিডি-র বাজারের জন্যে সমর্থন যোগাতে উৎসাহ দিচ্ছে৷ চলতি বছর থ্রিডি-র বাজারে বেশ কিছু দুর্বলতা ছিল৷ এদিকে এবার অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ইটালিতে হ্যারি পটারের প্রদর্শনীও এক বিরাট ব্যপার ছিল৷ হ্যারি পটারের শেষ ছবিটি অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ৭৮৪টি পর্দায় দেখানো হয়েছে৷ যা ইতোমধ্যেই জাতীয় রেকর্ড সৃষ্টি করেছে৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক