1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানকে হুমকি অ্যামেরিকা, ইসরায়েলের

১৪ অক্টোবর ২০২১

ইরানকে হুমকি দিল অ্যামেরিকা ও ইসরায়েল। পরমাণু চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে অন্য বিকল্প নেয়া হবে।

https://p.dw.com/p/41eMB
আলোচনা করছেন ব্লিংকেন ও লাপিদ। ছবি: Andrew Harnik/AP Pool/dpa/picture alliance

ইসরায়েল ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তারপর বুধবার তিনি জানিয়েছেন, যদি ইরান পরমাণু চুক্তিতে না ফেরে তাহলে অন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। ব্লিংকেন বলেছেন, ইরান পরমাণু চুক্তি মেনে চললে, অ্যামেরিকাও তাতে যোগ দেবে।

ব্লিংকেন বলেছেন, ''আমরা সব বিকল্প খতিয়ে দেখছি। আমরা মনে করি, কূটনৈতিক স্তরে আলোচনাই হলো সমস্যা সমাধানের সব চেয়ে ভালো উপায়। কিন্তু এইভাবে সমস্যা সমাধানে ইরানকে বিশেষ উৎসাহী মনে হচ্ছে না।''

ইসরায়েলের হুমকি

অন্য বিকল্পটা কী, তা আরো স্পষ্ট করে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লাপিদ। তিনি বলেছেন, হয় সামরিক অভিযান, নয়তো ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তিনি বলেছেন, ''বিশ্বকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে কখনো কখনো শক্তিপ্রদর্শন করতে হয়। যদি কোনো সন্ত্রাসী-সরকার পরমাণু বোমা হাতে পেয়ে যায়, তাহলে আমাদের ব্যবস্থা নিতেই হবে।''

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন. ইসরায়েল যে কোনো সময়, যে কোনোভাবে ব্যবস্থা নিতে পারে। সে অধিকার ও দায়িত্ব তাদের আছে।

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি

২০১৫ সালে অ্যামেরিকা, জার্মানি সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়। পশ্চিমা বিশ্বের আশঙ্কা ছিল, ইরান পরমাণু বোমা বানাবার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছে। ইরান এই ধরনের কর্মসূচি বাতিল করার কথা বলে। তারা জাতিসংঘের নজরদারিতেও রাজি হয়ে যায়। বিনিময়ে তারা বিপুল পরিমাণ অর্থ পাবে বলে ঠিক হয়।

কিন্তু ২০১৮ সালে এই পরমাণু চুক্তি সংকটে পড়ে। কারণ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, অ্যামেরিকা আর ওই চুক্তিতে থাকবে না। ইরান চুক্তিভঙ্গ করছে। ইসরায়েল অবশ্য ওই চুক্তির অংশ ছিল না। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর অ্যামেরিকা আবার চুক্তিতে ফিরতে চাইছে।

ইরান তখন ইঙ্গিত দেয়, তারা পরমাণু চুক্তিতে ফিরতে রাজি। কিন্তু অ্যামেরিকা জানতে চায়, কবে তারা ফিরবে? ইরান এনিয়ে টালবাহানা করছে। তবে ইরান বারবার জানিয়েছে, তারা কোনো পরমাণু অস্ত্র বানাচ্ছে না। কিন্তু পশ্চিমা দেশগুলির অভিযোগ, ইরান এখন যে পথে চলছে, তাতে এটা স্পষ্ট, তারা পরমাণু অস্ত্র বানাতে চায়।

জিএইচ/এসজি (এপি, এএফপি)