1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরান

ইরান: জার্মানির নিন্দা, নতুন নিষেধাজ্ঞার হুমকি

১০ অক্টোবর ২০২২

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক জানালেন, ''ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করবে ইইউ। যেভাবে বিক্ষোভ দমন করা হচ্ছে, তার প্রতিবাদে এই ব্যবস্থা নেয়া হবে।''

https://p.dw.com/p/4Hy7P
ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক।
ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। ছবি: Sakis Mitrolidis/AFP

বেয়ারবক বলেছেন, যারা এই কাজ করছেন তারা যাতে আর ইইউ-তে ঢুকতে না পারেন, তার ব্যবস্থা তিনি করবেন। একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে বেয়ারবক বলেছেন, ''ইইউ-র ২৭টি দেশে এই মানুষদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করা হবে।''

বেয়াবক বলেছেন, ''যারা রাস্তায় প্রতিবাদরত মেয়েদের মারছেন, অপহরণ করছেন, তারা ইতিহাসের ভুল দিকে আছেন। তারা মেয়েদের স্বাধীনভাবে বাঁচতে দিতে চান না।''

বেয়ারবক এর আগে ইরানের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে বলেছিলেন, তারা যেন মেয়েদের দাবি মেনে নেন, কারণ, মেয়েরা ন্যূনতম অধিকার চাইছে।

কিন্তু ইরানের কর্তৃপক্ষ গত চার সপ্তাহ ধরে মেয়েদের নির্বিচারে ধরছে। মানবাধিকার গোষ্ঠীগুলির রিপোর্ট হলো, ইরানে ১৮৫ জন বিক্ষোভকারীকে মারা হয়েছে। কয়েকশ নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানে ক্রাইসিস মিটিং

রোববার ইরানের রাজনৈতিক নেতারা ক্রাইসিস মিটিংয়ে বসেছিলেন। মাহসা আমিনির মৃত্যুর পর ইরান-জুড়ে যে বিক্ষোভ হচ্ছে, তা নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে।

আমিনির মৃত্যুর পর ইরানে মেয়েরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চুল কেটে ফেলছেন, হিজাব পোড়াচ্ছেন।

এই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাইসি ছাড়া ছিলেন পার্লামেন্টের স্পিকার এবং বিচারবিভাগের প্রধান।

দুই বিক্ষোভকারীর মৃত্যু

ইরানে শনিবারও দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। উত্তর ইরানে কুর্দি-প্রধান অঞ্চলে এই ঘটনা ঘটেছে। ফ্রান্সভিত্তিক সংগঠন কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক এবং নরওয়েতে নথিভুক্ত হেনগও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের রিপোর্ট বলছে, অন্ততপক্ষে দুই বিক্ষোভকারী মারা গেছেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে দুজনের মৃত্যু হয়। তারপরেও ইরানে বিক্ষোভ দেখানো বন্ধ হয়নি।

প্রেসিডেন্ট রাইসি আলজাহরা বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে বিক্ষোভকারীরা 'গো ব্যাক রাইসি' স্লোগান দেয়।

জিএইচ/এসজি (এপি, ডিপিএ, এএফপি, রয়টার্স)