1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের আয়রন ডোমের জন্য বিপুল মার্কিন সাহায্য

২৪ সেপ্টেম্বর ২০২১

ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের জন্য একশ কোটি ডলার দেবে অ্যামেরিকা। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিল পাস।

https://p.dw.com/p/40mUk
ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম হামাসের ছোড়া রকেট প্রতিহত করতে পেরেছে। ছবি: Amir Cohen/REUTERS

সম্প্রতি হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র এই আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে প্রতিহত করেছে। তারপর থেকে ইসরায়েলের মিসাইল ডোম সিস্টেম নিয়ে আলোচনা কম হয়নি। অ্যামেরিকা সেই সিস্টেমের জন্য এবার একশ কোটি ডলার দেবে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিল পাস হয়ে গেছে। এবার তা সেনেটে পাস হবে।

হাউসে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং তার পক্ষে ৪২০টি, বিপক্ষে নয়টি ভোট পড়েছে।

ইসরায়েলের প্রতিক্রিয়া

এই মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করতে অ্যামেরিকাই আগে ইসরায়েলকে সাহায্য করেছে। এই ব্যবস্থা যে খুবই কার্যকর তা প্রমাণিত হয়েছে। ইসরায়েলের দিকে আসা রকেট তা প্রতিহত করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তিনি হাউসের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছেন। যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন। বেনেট বলেছেন, ''ইসরায়েলের মানুষ অ্যামেরিকার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হলো।''

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)